পৃষ্ঠাসমূহ

নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা

নিউটন এর জীবনে ঘটে জাওয়া সকল মজার ঘটনা , নিউটন কে লেখা সকল মজার ঘটনা পাবেন এখানে নিউটন কে জানতে আগ্রহী হয়ে থাকলে এই বিভাগ এর পোস্ট সমুও মিস করবেন না আশা করি

বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট কথা সত্য । মজার মজার সব কিছু জানতে নিয়মিত এই বিভাগ পোস্ট গুলো দেখুন । আশা করি ভাল লাগবে ।

গনিতের মজা

গনিতের মজা নিতে চাইলে এই বিভাগ এর পোস্ট গুলো মিস করবেন না । বন্ধুদের সাথে গনিত নিয়ে মজা করতে চাইলে এই বিভাগ টি নিয়মিত দেখুন । অনেক অজানা কিছু শিখতে পারবেন আশা করি।.

একটু হাসুন

হাসতে কে না ভালবাসে। হাসলে মন প্রান ভাল থাকে । তাই আপনি যাতে মন প্রাণ খুলে হাসতে পারেন সেই জন্য আমার ব্লগ এর এই বিভাগ টি । আপনার জিবনকে গতিময় করে তুল্বে যদি আপনি হাসতে পারেন ।

ভালবাসি তমাই বাংলাদেশ

বাংলাদেশ এর গৌরবময় তত্ত্ব গুলো জানতে এই বিভাগ টি দেখুন । বাংলাদেশ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন । বাংলাদেশ আমার অহংকার । .

WordLinx - Get 
Paid To Click

শুক্রবার, ১৩ জানুয়ারী, ২০১২

ফেসবুক হোক্স, স্প্যাম, স্ক্যাম। সাবধান হোন (beawre about hoax,spa.scam)




Facebook এ সবার অজান্তে সারাক্ষণই ছড়াচ্ছে প্রচুর Hoax, Spam, Scam. কিছুদিন আগে ছড়ানো বিব্রতকর ভিডিওবেশী স্প্যামগুলোর কথা নিশ্চয়ই মনে আছে সবার। এছাড়াও আরেকটা আছে Earn4Share, যেখানে বলা হচ্ছে সেই লিঙ্কটি শেয়ার করলে আপনি 1$ করে পাবেন।অথবা কোন এই লিঙ্কগুলো ছিল একেকটা Spam.. আবার সাম্প্রতিককালে একটা বাচ্চার ছবি দেওয়া একটি ছবি যেখানে বলা হচ্ছে "this child’s got a cancer. facebook is ready to pay 3 cent for every share"। অথবা, Hello শব্দের উৎপত্তি হিসেবে বলা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেলের গার্লফ্রেন্ডের নাম মারগারেট হ্যালো থেকে উৎপত্তি হয়েছে এই শব্দটির। অথবা কোন একটি ইভেন্টে অ্যাটেন্ড করলে আপনি একটি ফেসবুক টি শার্ট/আইফোন/আইপ্যাড পাবেন। এগুলো Hoax।Social Networking Site এর Scam গুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোন না কোন লিঙ্ক, বেশিরভাগ ক্ষেত্রেই তারা কোন না কোন অ্যাপ্লিকেশন হিসেবে আপনার প্রোফাইলে কিছু পোস্ট করার অধিকার নিয়ে নেয় এবং পরে হ্যাকও করতে পারে।“Too see who deleted you, click – [link]”, অথবা বলা হচ্ছে ফেসবুক কোন এক তারিখ থেকে paid service হয়ে যাবে, যেন তা না হয় তাই কোন একটি লিঙ্কে ক্লিক করতে। এই ধরনের লিঙ্কগুলো Scam. পার্থক্য হচ্ছে Spam এবং Spam আপনি একবার ক্লিক করলে নিজে থেকেই ছড়িয়ে যাবে। আর Hoax আপনি স্বতঃপ্রণোদিত হয়ে ছড়াবেন।বিস্তারিত আলোচনায় আসছি।
Hoax হচ্ছে - কোন একটি গুজব বা মিথ্যে ব্যাপারকে অনেক বাড়িয়ে সত্য হিসেবে উপস্থাপন করা। অনেক ক্ষেত্রে কোন গুজব, আঞ্চলিক সংস্কার, এমনকি এপ্রিল ফুল হিসেবে করা কোন রসিকতাও পরবর্তীতে Hoax হিসেবে প্রতিষ্ঠা পেয়ে যাচ্ছে বুঝতে না পারার কারণে।
প্রথমে ক্যান্সারে আক্রান্ত শিশুর সাহায্য চেয়ে ছড়ানো স্ক্যামটার কথা বলি যেহেতু এটা এখন trending, যদিও এই ধরনের আরও লিঙ্ক আছে কিন্তু সবগুলো নিয়ে বলাটা কষ্টসাধ্য ব্যাপার। বলা হচ্ছে আপনি যদি পোস্টটা শেয়ার করেন তাহলে ফেসবুক শিশুটির সাহায্যের জন্য ৩ সেন্ট করে প্রদান করবে। যারা শেয়ার করছেন তারা কোন জটিল চিন্তার মধ্যে না গিয়ে আন্তরিকভাবেই শিশুটিকে সাহায্য করার জন্য পোস্টটিকে শেয়ার করছেন।কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, ফেসবুক টাকাটা কোত্থেকে আয় করবে, বা কিভাবে শিশুটির সাহায্যার্থে দেবে ?
Facebook বিশ্বব্যাপী বিস্তৃত একটি সামাজিক নেটওয়ার্ক যা এর গ্রাহকদের কাছ থেকে কোন টাকা নেয় না। তাহলে চলে কিভাবে ? ফেসবুকের প্রধান আয় তাদের বিজ্ঞাপন। পিসি থেকে যারা ফেসবুক ব্যবহার করেন তারা সবসময়ই ফেসবুকের ডান কলামে বিজ্ঞাপন দেখে থাকবেন।এই বিজ্ঞাপনগুলোতে আপনার প্রতি ক্লিকের জন্য বিজ্ঞাপনদাতারা ফেসবুককে পে করেন।এছাড়াও ফেসবুকে বিভিন্ন ভার্চুয়াল Gifts & Goods Shop আছে যেগুলোতে কাউকে ভার্চুয়াল গিফট পাঠাতে হলে ক্রেডিট কার্ড ব্যবহার করে তা কিনতে হয়,অথবা বিভিন্ন গেমস খেলতে Facebook Credit ব্যবহার করে কিনতে হয়।এসব থেকেই ফেসবুক আয় করে এবং এই আয়েই ফেসবুক চলে। আপনার স্ট্যাটাস, কমেন্ট, শেয়ার থেকে কোন আয় ফেসবুক করে না। তাহলে আপনার প্রতি শেয়ারে ফেসবুক কিভাবে শিশুটির জন্য ৩ সেন্ট করে দেবে ? যদি ধরেও নিই যে মানবিকতার খাতিরেই ফেসবুক টাকাটা দেবে, তাহলেও সেটা ছবি শেয়ার দিয়ে সম্ভব নয়। এসব ক্ষেত্রে যেটা করা যেত সেটা হচ্ছে কোন Bank Account দেওয়া যেত, অথবা অভিভাবকের সাথে যোগাযোগের পন্থা দেওয়া যেত।পুরো জিনিসটা কি আপনার কাছে একবারও Absurd মনে হয়নি ?
তাও হয়ত ছবিটা দেখে আপনি শিশুটির জন্য সহানুভূতি কামনা করতে পারেন। এখানেও সমস্যা, কারণ এটা Hoax. এখানে সত্যের মুখোশে মিথ্যা আপনার মাথায় গেঁথে দেওয়া হচ্ছে।Hoax Slayer নামে একটি ওয়েবসাইট, যাদের দ্বায়িত্ব বিভিন্ন Hoax পর্যবেক্ষণ করে এদের সম্পর্কে মানুষকে সতর্ক করা,তারা নিশ্চিত করেছে যে এই ছবিটা ২০০৭ সালের আগেও ওয়েবসাইটে ছড়িয়েছে Hoax হিসেবেই।ছবির উৎস জানা যায়নি।আর রোগটি আদৌ ক্যান্সার নয়।বিশেষজ্ঞরা ছবির রোগটির সাথে মিল পেয়েছেন Hemangioma নামের একটি রোগের, যা দেখে ভয়ঙ্কর কিছু মনে হলেও সাধারণভাবে প্রাণঘাতী নয়। বেশির ভাগ ক্ষেত্রেই কোন চিকিৎসা ছাড়াই এটি মিলিয়ে যায়।তারচেয়েও বাজে একটা ব্যাপার হচ্ছে ছবিটা শিশুটির পরিচিত কাউকে না জানিয়েই ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ আছে।অনুমতি ছাড়া কোন কিছুই শেয়ার করা শোভন নয়।আপনার এখানে যেটা করার আছে সেটা হল – কেউ যখন ছবিটি শেয়ার করবে তখন তাকে সবকিছু বুঝিয়ে বলুন। এই পোস্টের লিঙ্কও দিয়ে দিতে পারেন। এটা শেয়ার করলে একটা Hoax ছড়িয়ে নেটওয়ার্কে ট্রাফিকে চাপ সৃষ্টি করা ছাড়া আর কোন উপকার হয় না।
আরেকটি Hoax নিয়ে ফ্যান পেজগুলো অনেকদিন পর্যন্ত আস্ফালন করেছে, Emotional হয়ে মানুষকে ভালোবাসার মূল্য বোঝাতে চেয়েছে। অনেকেই নিশ্চয়ই এই স্ট্যাটাসটা দেখেছেন –
"আমরা ফোন রিসিভ করার সাথে সাথে বলি HELLO…কিন্তু জানেন কি এই HELLO এর প্রচলন কিভাবে হয়েছিলো? HELLO যে একটা মেয়ের নাম এটাও কি জানা আছে আপনার??? কি অবাক হলেন??? ভাবছেন কে ওই মেয়েটা?? মেয়েটা হচ্ছে মার্গারেট HELLO ... টেলিফোন এর আবিষ্কারক গ্রাহামবেল এর গার্লফ্রেন্ড!!! আপনি ফোন আবিষ্কারক এর নাম না জেনেও প্রতিদিন ব্যাবহার করছেন ফোন, আর নাম নিচ্ছেন আবিষ্কারক এর গার্লফ্রেন্ডের! ! এটাই হচ্ছে ভালোবাসা!! মানুষ হারিয়ে যায়...কিন্তু তাঁর ভালোবাসা টিকে থাকে যুগের পর যুগ!"
এমন একটা স্ট্যাটাস দেখে আবেগাপ্লুত হয়ে হয়তো আপনি শেয়ার করলেন এবং এটাকে সত্য হিসেবে মেনে নিলেন, অন্যের কাছেও প্রতিষ্ঠা করলেন। কিন্তু এটাও একটা Hoax, আপনি কি একবারও ভেবে দেখেছেন যে ব্যাপারটা এমন হতে পারে না, এতে ঘাপলা আছে ? আসুন দেখি Wikipedia কি বলে।
"Hello, with that spelling, was used in publications as early as 1833. These include an 1833 American book called The Sketches and Eccentricities of Col. David Crockett, of West Tennessee,[1] which was reprinted that same year in The London Literary Gazette."
[ টেলিফোন যদি ১৮৭৩ সালের মার্চে উদ্ভাবন হয় তাহলে বেলের গার্লফ্রেন্ড কিভাবে শব্দটির উৎস হলেন? Hello তো ১৮৩৩-এ প্রথম ব্যবহৃত হয়েছে।]
আরও দেখুন
"The use of hello as a telephone greeting has been credited to Thomas Edison; according to one source, he expressed his surprise with a misheard Hullo.[6] Alexander Graham Bell initially used Ahoy (as used on ships) as a telephone greeting."
[চাইলে আপনি উইকিপিডিয়াতে গিয়ে দেখে আসতে পারেন http://en.wikipedia.org/wiki/Hello]
আসুন বেলের বিবাহিত জীবনটা একটু দেখি।
"On July 11, 1877, a few days after the Bell Telephone Company was established, Bell married Mabel Hubbard (1857–1923) at the Hubbard estate in Cambridge, Massachusetts."
[ http://en.wikipedia.org/wiki/Alexander_Graham_Bell#Family_life ]
Margaret Hello Graham Bell নামে কারো অস্তিত্ব নির্ভরযোগ্য কোন সূত্র স্বীকার করে না।টেলিফোনের উদ্ভাবকের সাথে কারো সম্পর্ক থাকলে তার উল্লেখ কোথাও থাকবে না এটা কি বিশ্বাসযোগ্য ? Hoax কিভাবে Brain Wash করে দেয় বুঝতে পেরেছেন এবার ?
এবার স্প্যাম এবং স্ক্যাম নিয়ে একটু বলি। কিছুদিন আগে সব ফেসবুক ব্যবহারকারী একটি বিব্রতকর ভিডিও লিঙ্কের সম্মুখীন হয়েছিলেন।যেটাতে একজন ইটালিয়ান মহিলা সেলিব্রেটির একটি sensitive মুহূর্তের ছবি দেওয়া।অনেকে লিঙ্কটি দেখার উদ্দেশ্যে ইচ্ছাকৃতভাবেই ক্লিক করে পরে বেইজ্জতি হয়েছেন। আর তাদের কারণে যারা নিরীহ তারাও ক্লিক করে ফেঁসেছেন।আরেক দল ছিলেন যারা অবাক হয়ে দেখেছেন কোন ক্লিক ছাড়াই ওই ভিডিও তাদের প্রোফাইল থেকে অন্যদের ওয়াল/টাইমলাইনে পোস্ট হয়ে যাচ্ছে।ব্যাপারটি তা নয়।যাদের ক্ষেত্রে ক্লিক ছাড়াও ছড়াচ্ছে, তারা পূর্ববর্তী একটা ভিডিও লিঙ্কে ক্লিক করেছিলেন।যেটা ২০১১’র প্রথম দিকে ছড়িয়েছিল, title ছিল অনেকটা এরকম – the girl commited suicide…bla bla। ওটাতে তখন যারা ক্লিক করেছিলেন তাদের ক্ষেত্রে নতুন ভিডিওটিতে ক্লিক করার প্রয়োজন পড়ে নি।এই স্প্যামটি গত একটা মাস সবার জন্য একটা যন্ত্রণা হয়ে থেকেছে।
Earn4Share. বলা হয়েছে লিঙ্কটিতে ক্লিক করে শেয়ার করলে প্রতি শেয়ারে আপনি 1$ পাবেন।ডলার আয় করা এত সহজ নয়।ক্লিক করলেই ফেসবুকে যে বন্ধুদের সাথে আপনার interaction বেশি তাদের ওয়ালে লিঙ্কটি পোস্ট হয়ে গেছে।স্প্যাম লিঙ্কগুলো দেখে মনে হয় সাধারণ ওয়াল পোস্ট বা ভিডিও লিঙ্ক। কিন্তু ক্লিক করার সাথে সাথেই ছড়িয়ে যায় না; কারণ এগুলো আসলে অ্যাপ্লিকেশন লিঙ্ক।অ্যাপ্লিকেশন নিজে থেকে আপনার প্রোফাইলে যুক্ত হতে পারে না। আপনার সামনে একটি পেজ আসে যেখানে Permission চাওয়া হয়।যেখানে স্পষ্টভাবেই বলা থাকে যে অ্যাপ্লিকেশনটি আপনার প্রোফাইলে যখন তখন ঢুকতে পারবে এবং ওয়াল পোস্ট বা স্ট্যাটাস দিতে পারবে।উপস্থিত বুদ্ধি খাটিয়ে সহজেই কিন্তু বোঝা সম্ভব কোনটা আসলেই ভিডিও বা ওয়াল পোস্ট আর কোনটি স্প্যাম।বুঝে নিতে চেষ্টা করুন। আর যদি অসুবিধা হয় তাহলে ক্লিক করারই দরকার নেই। যারা স্প্যাম বা স্ক্যাম সৃষ্টি করে তারা এমন কিছুকেই টার্গেট করে যা আপনাকে মানসিকভাবে বাধ্য করবে লিঙ্কে ক্লিক করতে।যেমন, ভিডিওটা, অথবা ডলারের হাতছানি। স্ক্যামের ক্ষেত্রে তারা বলবে একটা নির্দিষ্ট লিঙ্কে ক্লিক করলে আপনি দেখতে পাবেন আপনাকে কে ডিলিট করেছে, বা আপনার প্রোফাইল কে ভিজিট করেছে। লোভনীয় প্রস্তাব নিঃসন্দেহে।কিন্তু ফেসবুক Privacy Policy কি বলে কখনো দেখেছেন ? সেখানে স্পষ্টভাবেই বলা আছে ফেসবুক সকলের প্রাইভেসিকে সম্মান করে তাই আপনাকে কে ডিলিট করল বা কে আপনার প্রোফাইল দেখল তা আপনি কখনোই জানবেন না, অথবা আপনি কাউকে ডিলিট করলে বা প্রোফাইল ভিজিট করলে সেও জানবে না।বরং লিঙ্কে ক্লিক করে আপনি Spammer বা Scammer দের সুবিধা করে দিলেন।
ফেসবুক Paid Service হয়ে যাওয়া সংক্রান্ত ব্যাপারে বলব, চিন্তার কিছু নেই কারণ ফেসবুক আপনার কাছ থেকে আয় করে না।কিভাবে করে উপরেই বলেছি,কাজেই আপনাকে চার্জ করার কোন ব্যাপারও নেই।নিশ্চিন্ত থাকুন।Facebook Log In page এ লেখা আছে Facebook – It’s Free, and always will be”.
একটা অফ টপিক প্রসঙ্গ – ফেসবুকের টাইমলাইন বন্ধ করা সংক্রান্ত একটি অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছি ইদানীং।দুঃখের বিষয় হচ্ছে ফেসবুকের টাইমলাইন বন্ধ করা সম্ভব নেয়।এটা ফেসবুকের নতুন প্রোফাইল আউটলেট এবং সব প্রোফাইলই ধীরে ধীরে টাইমলাইন হয়ে যাবে।যারা অ্যাক্টিভেট করেছেন তারা আগে পেলেন, এই যা। এই সংক্রান্ত একটা অ্যাপ্লিকেশন আছে যা ব্যবহার করলে টাইমলাইন চলে যায়। এটা আসলে কি? এটি হচ্ছে একটি প্লাগইন যা আপনার ব্রাউজারের জন্য ডাউনলোড হয়। এটা ব্যবহার করলে আপনি আপনার পিসিতে, আপনার ব্রাউজারে শুধু পুরনো প্রোফাইল দেখতে পাবেন। আপনার বন্ধুরা কিন্তু আপনার নতুন টাইমলাইনই দেখতে পাবে



Reference :
http://en.wikipedia.org/wiki/Hoax
http://en.wikipedia.org/wiki/Hemangioma
http://www.hoax-slayer.com/child-three-cents-per-share-cancer.shtml


original post source

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

কিভাবে ALERTPAY account খুলবেন তার বিস্তারিত


PTC তে কাজ করার পূর্বে আপনাকে একটি আন্তর্জাতিক একাউন্ট খুলতে হবে টাকা তোলার জন্য আর এই একই একাউন্ট আপনি সবক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি হতে পারে
Paypal/alertpay। তবে জেনে রাখা দরকার যে Paypal বাংলাদেশে এখনো সাপোর্ট করে না। তাই আপনাকে Alertpay তে একটি একাউন্ট খুলতে হবে।
Alertpay তে চেকের মাধ্যমে টাকা তোলার সিস্টেম রয়েছে। তাই এখানে টাকা তুলতে কোন ঝামেলা হয় না বললেই চলে। এবারে আসুন কিভাবে আপনি একাউন্ট খুলবেন।
Alertpay তে একাউন্ট তৈরির প্রক্রিয়া:
 

১. নিচে দেওয়া ALERTPAY banner এ click করুন 


 

২. ALERTPAY এর page open হবে. আপনি personal account খুলবেন.

৩. ALERTPAYএর page এর বাম পাশে দেখবেন Personal Account খোলার link আছে. Open an Account এ click করবেন.

৪. এখানে আপনি Personal Accounts এর দুইরকম Accounts দেখতে পাবেন. আপনি Personal Starter অথবা Personal Pro Account খুলতে পারেন. Personal Starter সম্পূর্ণ free. এতে transaction এর সময় কোন charge কাটবে না. কিন্তু Personal Pro এ transaction এর সময় সামান্য charge কাটবে. তবে Personal Pro Account টি বেশী secure.

৫. তারপার আপনি যেই Account টি খুলতে চান সেটি select করে next এ click করবেন.ঠিক নিচের ছবিটির মতো:
AP1


৬. এর পর blank form টা আপনার information দিয়ে সঠিকভাবে পূরণ করবেন. আপনাদের বুঝানোর জন্য আমরা নিচের form টি পূরন দেখিয়েছি. form টি fillup করার পর next এ click করবেন.


৭. এর পর যে form টি আসবে তাও সঠিকভাবে fillup করবেন. Email Address এ আপনার spam free maill account টি দিবেন. Transaction PIN টি সতর্কতার সাথে দিবেন এবং Transaction PIN টি অবশ্যই মনে রাখবেন, কারন এটি পরবর্তীতে আপনার দরকার হবে. সব fillup এর পর User Agreement এ tick দিয়ে register এ click করবেন.সাহায্যের জন্যে নিচের ছবিটি দেখুনঃ



৮. 
এখন আপনার mail account টি verify করা হবে এবং আপনার ALERTPAY Account টি Validate করা হবে.

৯. আপনি ALERTPAY থেকে একটি mail পাবেন. ওই mail এ আপনার ALERTPAY Account active করার link থাকবে. ঐ link এ click করলে ALERTPAYএর page open হবে, এবং আপনাকে password দিতে বলবে. আপনি password দিয়ে আপনার ALERTPAY Account এ ঢুকবেন.
Note: সবসময় মনে রাখবেন আপনার যে e-mail account টি দিয়ে আপনি ALERTPAY তে sign up করেছেন ঐ email address টি পুরোটায় আপনার ALERTPAY address।যেমন মনে করেন আপনি xxxxx@gmail.com এই এই email address টি দিয়ে আপনি ALERTPAY account খুলেছেন।সুতরাং xxxx@gmail.com এই পুরো email address টাই আপনার ALERTPAY address

১) Personal Starter:
এই ধরনের একাউন্টের একমাত্র বড় সুবিধা হচ্ছে অন্য এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করতে কোন ধরনের ফি দিতে হয় না। তবে এই ধরনের একাউন্টে কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা পাওয়া যায় না। আরেকটি অসুবিধা হচ্ছে মাসে ৪০০ ডলারের বেশি টাকা গ্রহণ করা যায় না এবং সকল পেমেন্টসহ সর্বমোট ২,০০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না।
২) Personal Pro:
ফ্রিল্যান্সারদের জন্য এই ধরনের একাউন্টে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে টাকা গ্রহণে কোন সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যবহারকারী টাকা পাঠালে ফি এর পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এই ধরনের একাউন্টের একটি বড় সুবিধা হচ্ছে এর ব্যাবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে এলার্টপে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবে এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
৩) Business:
এই একাউন্টটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। এই একাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে একসাথে একাধিক ব্যাবহারকারীকে টাকা পাঠানো যায়। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে Personal Pro একাউন্টের মতই সমপরিমাণ ফি দিতে হয়।

সোমবার, ৯ জানুয়ারী, ২০১২

Make Money ClixSense Training-Step By Step ClixSense Tutorial


||Best PTC Sites||

These are the best PTC sites that are online for many years and paying without much complain from the users.They are genuine and trusted.

1.ClixSense:

My favorite site.They are great as a money maker.Pays in time.They have the potential to make you decent passive income month after month.
Status:Paying

Online Since:2007
Account Deleted After Inactivity Of: 90 Days 
Payout Wait Time:Weekly(Monthly for checks)
Payment Methods:Alertpay,PayPal, Check
Per Click:Up to $0.02   Ref Earning/Click:Up to $0.01
Minimum Payout:$10.00
Referral Level:8
Ads Per Day:10+ 
Direct Referral Limit: No

Click Here To Register With ClixSense!

 Step By Step ClixSense Tutorial


In this tutorial I’m going to talk about ClixSense.I’m going to give you a complete idea about how ClixSense works,how to make  money with it and how to be successful with ClixSense.

Before Joining ClixSense You Need To Have Few Things:

Step 1 – E-mail Address:
You need to have an Email ID preferably with Gmail.com .Most PTC sites would ask you to give Gmail ID.So if you do not have one create your Gmail Id now.
Step 2 – AlertPay And PayPal Account
All the PTC site pay with these two online money transaction sites.They are safe and used by thousand safe people world wide.If you do not have PayPal and AlertPay account,then sign up with them.Otherwise you can not join any PTC site.
Click here to create AlertPay account
Click here to create PayPal account

Getting Started With ClixSense:

Now you are ready to join ClixSense.
Click Here To Visit ClixSense Website And Register.You’ll be at the home page of ClixSense.That looks like the below picture.
ClixSense

Registration With ClixSense:

At the top of that page you can see the ‘Sign Up’ button.Click on that and you’ll be in the ‘New registration’ page.
Sign Up - ClixSense

Now you’ll have to fill in the field in this page.After that click on the ‘Create Account’ button.Follow the instructions on next page and complete registration.
The last step to complete the registration is to go to your email inbox and open the mail send by the ClixSense and click on the activation link send in that email.This will confirm your account.And now you’re a verified member of ClixSense and you can start making  money with them.

ClixSense Member Sign In:

After verifying your email account come back to the ClixSense site and Hover over the sign in button.Sign In form will come up.Put your Username,Password and click ‘Sign In’.

View Advertisements In The ClixSense:

Once you log into your account

যেভাবে ইন্টারনেট এর মাধাম্যে টাকা আয় করবেন (how to make money online by ptc)

Question And Answer About PTC
যেভাবে ইন্টারনেট এর মাধাম্যে টাকা আয়

ছাত্র-ছাত্রী /কোন পেশাজীবী লেখাপড়া অথবা চাকরীর পাশাপাশি ইন্টারনেটের মাধ্যমে 
ptc এর কাজ করে ঘরে বসে আয় করুন মাসে 
২,০০০ টাকা

#PTC কি?

PTC meaning হল paid to click. এটা ONLINE EARNING এর সবচেয়ে সহজ পদ্ধতি. আপনি advertise visit এর মাধ্যমে টাকা কামাবেন. আর আপনার কামানো টাকা পাবেন ALERTPAY এর মাধ্যমে.

#Advertise বা Ad কি?

Ad হচ্ছে অন্য একটা site এর link যেটা সাধারনত javascript দিয়ে এমন ভাবে hyperlink করা হয় যাতে সেই link টা খোলার পর site এর content সম্পূর্ণ load হওয়ার পর time count শুরু হবে. তবে কিছু কিছু site এর time count system টা একটু আলাদা. অনেক site আছে যারা time count এর পরিবর্তে progress bar দেখায়. কিন্তু সময় একই নেয়, ৩০ সেকেন্ড.


#Ad click এর জন্য কেন টাকা পাবেন?

আপনি যেই PTC site এ ad দেখছেন advertiser রা ওই site এ pay করেছে যাতে তাদের site এর link টি ad হিসাবে user দের কাছে দেখায়.


#Advertiser কি ?

যারা PTC site এ কোন web site এর ad দেয় এবং এই ad দেওয়ার বিনিময়ে PTC site গুলোকে তারা pay করে.

#Advertiser রা advertise করে কেন?

ধরেন, আপনি একটা web site launch করেছেন. সেটা যেকোন কিছু নিয়ে হতে পারে, আপনার লক্ষ্য হচ্ছে vistor বাড়ানো. কারন যদি কেউ নাই দেখে আপনার site এর লাভ কি হল ? হয়ত আপনার উদ্দেশ্য non-profit হতে পারে, কিন্তু visitor বাড়ালে আপনি আপনার সাইট থেকে income ও করতে পারেন. আর যারা product নিয়ে সাইট তৈরী করে visitor বাড়ালে তাদের sell ও বাড়ে. তাই তারা PTC site কে pay করে.

#referral কি?আপনি কি কাউকে referral বানাতে পারবেন ?
আপনি যেই সাইটে Join করেছেন সেই সাইট promotion মানে user বাড়ানোর জন্য আপনাকে একটা link দিবে. আর আপনার এই link দিয়ে যারা ঐ সাইটে Join করবে তারাই হবে আপনার referral.

#referral বানানোর উদ্দেশ্য কি?
referral বানানোর প্রধান উদ্দেশ্য হল নিজের income বাড়ানো আর PTC site এ member বাড়ানো. member বেশী থাকলে advertiser রা ওই PTC site এ বেশী দামে তাদের ad দেয়, কারন তারা নিশ্চিত হয় যে তাদের site এ visitor বাড়বে.

#আপনি কিভাবে টাকা বা Dollar পাবেন ?

কোন site এ যখন আপনি minimum payout over করবেন তখন আপনি payment এর জন্য request দিবেন. যদি site টা instant payment support করে তাহলে টাকা সাথে সাথেই আপনার ALERTPAY account এ পাবেন. আর যদি site টা instant payment support না করে তাহলে ওই site এর নিয়ম অনুযায়ী নির্দিষ্ট দিন পরে আপনাকে payment দিবে. 


#ALERTPAY কি?

ALERTPAY হল Online payment processor বা Online banking যার মাধ্যমে PTC site গুলো আপনাকে pay করবে. এক কথায় ALERTPAY হল আপনার একটা Online Bank account যা আপনি Dollar receive করার জন্য ব্যবহার করবেন.


#ALERTPAY থেকে আপনি কিভাবে টাকা পাবেন ?

ALERTPAY বাংলাদেশ support করে. আর আপনি ALERTPAY থেকে চেক নিয়ে বাংলাদেশের বানিজ্যক ব্যাংক গুলোতে বা western union এ ভাঙ্গাতে পারেন. তবে এই ক্ষেত্রে কিছু জটিলতা আছে. যেমন- ALERTPAY থেকে 20 Dollar এর নিচে কোন চেক উঠানো যায় না, আর চেক ভাঙ্গাতে বানিজ্যক ব্যাংক গুলো এব western union প্রায় 12-15 Dollar charge করে নেয়. তাই আপনাকে ALERTPAY চেক নিতে হলে অবশ্যই 100+ Dollar এর চেক নিতে হবে. আর ALERTPAY Dollar টাকা করার সবচেয়ে সহজ উপায় হল local buyer এর কাছে sell করা. এই ক্ষেত্রে আপনি সর্বনিম্ন 1 Dollar ও sell করতে পারবেন. কারন ALERTPAY account থেকে অন্য ALERTPAY account এ Dollar transfer করতে কোন charge লাগে না. তাই আপনি বাংলাদেশের local buyer এর কাছে sell করে তার কাছ থেকে নগদ টাকা সংগ্রহ করতে পারেন. আর buyer আপনাকে বিভিন্ন মাধ্যমে টাকা দিতে পারে. আপনার bank account এ , mobile এ অথবা সামনা সামনি দেখা করে.

#ALERTPAY Dollar sell করার জন্য local buyer আপনি কিভাবে, কোথায় পাবেন ?

আমাদের দেশে অনেকেই PTC এরসাথে জরিত. তারা প্রায় সময়ই বিভিন্ন সাইটে invest এর জন্য ALERTPAY Dollar কিনছে, আর আমরা ব্যাপকভাবে এই কাজ করছি. তাই আমরা সবসময়ই ALERTPAY Dollar কিনছি এবং sell ও করছি. তাই আপনার কাছে যখন ALERTPAY Dollar আসবে তখন আপনি আমাদের সাথে যোগাযোগ করে তা sell করে নগদ অর্থ পাবেন. আর আমরা সব সময়ই বাজারে যা Dollar rate থাকে ঠিক সেই দামই দেই.



Instructions For Joining PTC Sites


PTC (paid to click) site এ Join করার নিয়ম:

১. প্রথমে আপনাকে একটি spam free e-mail account দিয়ে ALERTPAY account খুলতে হবে. ALERTPAY account খোলার নিয়ম ও দেওয়া আছে নিচে.

২. তারপর আমাদের দেওয়া earning site এর picture, bannar অথবা বড় করে লেখা name এ click করে ওই সাইটে যাবেন এবং registration করবেন. earning site এ কাজ কিভাবে করবেন তার বর্ণনাও উল্লেখ করা আছে.

৩. অবশ্যই খেয়াল রাখবেন referral এর ঘরে যেন আমাদের নাম থাকে.


Alertpay account খোলার নিয়ম

PTC site এ কি করতে হবে আপনাকে?

১. আপনার কাজ টা অনেক সহজ. registration করার পর আপনার নিজস্ব user name & password দিয়ে login করবেন.

২. SURF ADS, VISIT ADS or VIEW ADVERTISEMENTS এরকম লেখা থাকবে. ওই page এ গিয়ে যে ad link খাকবে তাতে click করলে new window open হবে এবং ad দেখা শেষ হলে এক এক সাইট এক এক রকম সংকেত দিবে. তারপর new window টা বন্ধ করে, পরের ad এর link টি click করতে হবে.

৩. এভাবে সব ad দেখা শেষ হলে ad এর page টা refresh করতে হবে. সব ad গুলো তে একটা কাটা দাগ পড়বে. যদি কোনটায় দাগ না পড়ে তাহলে ওটা আবার দেখতে হবে.

৪. এরপর আপনি আপনার account balance জানতে চাইলে my stats এ যাবেন. এবং এখানে balance জানতে পারবেন আর আপনার referral link ও পাবেন.

কিছু সাধারন নিয়মাবলী: সাবধানতা:

১. আপনি আপনার কম্পিউটার বা IP থেকে প্রতিটি PTC site এ বা earning site কেবলমাত্র একটি account ই করতে পারবেন. এক এর বেশী account করলে আপনার payment আসবে না.

২. registration করার সময় যদি বলে IP already used তাহলে আপনি যে কোন cyber cafe বা অন্য যে কোন স্থান থেকে ওই সাইটে account খুলে, তারপর আপনার বাসার কম্পিউটার বা IP থেকে কাজ করতে পারেন.

৩. একসাথে কখনও ১ এর অধিক ad এ click করবেন না. ১টি ১টি করে ad click করবেন. তবে একসাথে একাধিক সাইটের ad এ click করতে পারেন.যেমন- আপনি neobux, palmbux এই ২টি সাইট একসাথে খুলতে পারেন এবং প্রতিটি সাইটে একটা করে ad এ click করতে পারেন, কিন্তু একসাথে ১ টি ad এ click করতে পারবেন না. 

কিছু বেষ্ট পিটিসি সাইট 

join clixsense

WordLinx - Get 
Paid To Click
 


http://www.incentria.com/my_banner.php?u=raihan004&s=1552755656/banner.png
http://www.ptcbox.com/images/Paid_to_Click_Box/PTC_BOX_468.gif

শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব ১(belive it or not part 1)

  • আয়নার সামনে গিয়ে জিহ্বা বের করে দেখুন। জিহ্বার রঙ যদি গোলাপি হয় তাহলে বুঝা যাবে জিহ্বায় কোনো জীবাণু নেই। আর যদি সাদা হয়, তাহলে ব্যাকটেরিয়া জমেছে।
  • বিষুবরেখায় যে কোনো জিনিসের ওজন শতকরা এক ভাগ কমে যায়।
  • পাখি জগতে প্যাঁচাই কেবল চোখের উপরের পাতা পিটপিট করে। বাকি সব পাখি পিটপিট করে চোখের নিচের পাতা।
  • মধু খুব দ্রুত হজম হয়। কারণ আগেই একবার মৌমাছিরা হজম করে রাখে।
  • বিপদে পড়লে এসওএস(SOS)(আপদকালীন) সিগন্যাল পাঠানোর নিয়ম আছে। এসওএস ব্যবহারকারী প্রথম জাহাজ হচ্ছে টাইটানিক।
  • “বোলা” স্পাইডার নামের এক ধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না। এদের দেখা মেলে আমেরিকা, আফ্রিকা আর অস্ট্রেলিয়ায়।
  • আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ। এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
  • টাইটানিক জাহাজ বানাতে খরচ হয়েছিল সাত মিলিয়ন বা ৭০ লাখ ডলার। অর্থাৎ প্রায় সাড়ে ৫২ কোটি টাকা। আর দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘টাইটানিক’ সিনেমা বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার, মানে ১৫০০ কোটি টাকারও বেশি।
  • নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়।
  • প্রত্যেক মহাদেশেই রোম নামের শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া।
  • আমরা যাদের কালো ভালুক বলে চিনি, এরা কিন্তু মোটেও কালো নয়। এদের রং বাদামি, হলুদ, দারুচিনি এবং কখনো কখনো সাদা।

ফেসবুক এর কোন পোস্ট এর মোবাইল শেয়ার লিঙ্ক (creat mobile sharer link for facebook user)

আপনি ফেসবুক এর কোন পোস্ট এর মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে চান ?
 খুব সহজে আপনি তা বানাতে পারবেন ।
 
উপরের পোস্ট টির  মোবাইল শেয়ার লিঙ্ক বানাতে হলে প্রথমে আপনি sharer এর উপর Right Button নিয়ে লিঙ্কটি কপি করুন ।
যেমন ঃ http://www.facebook.com/ajax/sharer/?s=22&appid=25554907596&p%5B0%5D=216949431084&p%5B1%5D=10150570529761085

এর পর ajax/sharer এই ইস্থানে sharer/sharer.php লেখবেন । ব্যাস হয়ে গালো মোবাইল ব্যবহার কারিদের শেয়ার লিঙ্ক ।
http://www.facebook.com/sharer/sharer.php/?s=22&appid=25554907596&p%5B0%5D=216949431084&p%5B1%5D=10150570529761085

ইচ্ছা করলে আপনি এই শেয়ার লিঙ্কটি Short Url করে নিতে পারেন
 কিছু  Short Url সেবা প্রদান কারি ওয়েবসাইট


বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

আজব হলেও সত্যি পর্ব ১ (Ajob Holeo Sotti part-1)


আজব হলেও সত্যি

  • ছেলেদের চেয়ে মেয়েদের ঘ্রাণশক্তি বেশি
  • চাকুমচুকুম করে ললিপপ খাওএই ললিপপ নামটি কোথা থেকে এসেছে জানো? ললিপপ নামের ঘোড়া থেকে

  • গড়ে একেকজন মানুষ সারা জীবনে ২১ কোটি ৬২ লাখেরও বেশিবার পা ফেলে। তাহলে বোঝো পায়ের ওপর কত ধকল যায়।
  • অতীত দেখতে চাও? তাহলে আকাশের তারার দিকে তাকাও। তুমি আকাশের তারা দেখছ মানে অতীতের দিকে তাকিয়ে 
  • সারা জীবনে একজন মানুষ কতক্ষণ বাথরুমে কাটায় জানো? তিন বছর!।
  • ডিম সেদ্ধ তো আমরা অনেকেই খাইমাত্র পাঁচ মিনিটেই ডিম সেদ্ধ হয়ে যায়উটপাখির ডিম সেদ্ধ হতে সময় লাগে ৪০ মিনিট
  • সৌদি আরবে কোনো নদী নেই
  • জলহস্তীর দুধের রং গোলাপি
  • বাতাসের মাধ্যমে সাহারা মরুভূমি থেকে প্রতিদিন প্রায় ৭০ হাজার টন ধুলোবালি পড়ে আটলান্টিক মহাসাগরে
  • জীবন্ত আগ্নেয়গিরির ৯০ ভাগই পানির নিচে
  •     

ম্যাজিক ক্যালেন্ডার (Magic Calender )






২০১২ সালের যেকোনো মাসের যেকোনো তারিখ কোন বার, ক্যালেন্ডার না দেখে বের করতে চাও? তাহলে লেখাটি মনোযোগ দিয়ে পড়ো।

ম্যাজিক ক্যালেন্ডারের নিয়মগুলো ভালো করে বুঝতে পারলে ২০১২ সালের যেকোনো মাসের যেকোনো তারিখ কী বার হবে, তা মনে মনে অঙ্ক কষেই অতি সহজে বলে দেওয়া যাবে। এবার চটজলদি নিয়মগুলো জেনে নাও।
প্রথমে প্রতি মাসের জন্য বরাদ্দ করা সংখ্যাগুলো মনে রাখতে হবে। সংখ্যাগুলো হচ্ছে_
জানুয়ারি=১ (এক), ফেব্রুয়ারি=৪ (চার), মার্চ=৫ (পাঁচ), এপ্রিল=১ (এক), মে=৩ (তিন), জুন=৬ (ছয়), জুলাই=১ (এক), আগস্ট=৪ (চার), সেপ্টেম্বর=০ (শূন্য), অক্টোবর=২ (দুই), নভেম্বর=৫ (পাঁচ) ও ডিসেম্বর=০ (শূন্য)।
ধরা যাক কেউ জিজ্ঞেস করল, ১ মে কী বার? এখন যদি মে মাসের জন্য বরাদ্দকৃত সংখ্যাটা মুখস্থ থাকে তাহলে সঠিক জবাব দিয়ে তাক লাগিয়ে দিতে পারবে।
কিভাবে সম্ভব তা দেখে নেওয়া যাক। প্রথমে মে মাসের জন্য বরাদ্দ সংখ্যার সঙ্গে তারিখটি যোগ করতে হবে। তাহলে পাওয়া যাচ্ছে ৩+১=৪। এখন শনিবার থেকে (শুক্রবারের পর থেকে ১ ধরে) আঙুলের দাগে ৪ (যোগফল) পর্যন্ত গুনে এলে পাওয়া যাচ্ছে মঙ্গলবার। এবং এটাই উত্তর। বিশ্বাস হচ্ছে না? ক্যালেন্ডার দেখো তাহলে। ১ মে মঙ্গলবার, মিলেছে?
এভাবে যেকোনো মাসের যেকোনো তারিখের বার বের করতে গিয়ে যদি যোগফল ১, ২, ৩, ৪, ৫ ও ৬ পাওয়া যায়, তাহলে ওপরের নিয়ম।
যদি যোগফল ৭ হয় তাহলে কোনো গণনার প্রয়োজন হবে না। সোজাসুজি বলা যাবে তারিখটি শুক্রবার। যেমন : ৬ এপ্রিল কী বার?
১+৬=৭ (যোগফল)। অতএব, ১ এপ্রিল শুক্রবার। আর যদি যোগফল ৭-এর বেশি হয়, তাহলে যোগফলকে ৭ দিয়ে ভাগ করতে হবে। যদি ভাগফল মিলে গিয়ে কোনো সংখ্যা অবশিষ্ট না থাকে তখনো তারিখটি হবে শুক্রবার। আর যদি ভাগশেষ বা অবশিষ্ট থাকে, তাহলে কেবল সেই অবশিষ্ট সংখ্যাই আগের নিয়মে গুনতে হবে। যেমন ধরো ২৩ মার্চ।
২৩ মার্চ কী বার?
৫+২৩=২৮। ২৮ কে ৭ দিয়ে ভাগ করলে কত হয়? ৪। অবশিষ্ট নেই।
অতএব, ২৩ মার্চ শুক্রবার।
আবার ২১ ফেব্রুয়ারি কী বার?
৪+২১=২৫। ২৫ কে ৭ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ৩ আর অবশিষ্ট থাকে ৪।
অতএব, ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার।
ব্যাপারটা কি খুব কঠিন হয়ে গেল? যারা গণিতে ভালো, তাদের জন্য এটা কোনো ব্যাপারই নয়। আর যারা গণিতে ভালো নও, তারা চর্চা করো। চর্চা করলে যেকোনো কঠিন ব্যাপার সহজ হয়ে যাবে। আবারও বলছি, এই ম্যাজিক ক্যালেন্ডারটি কেবল ২০১২ সালের জন্যই।  লেখক ঃ সুরুয খান

রবিবার, ১ জানুয়ারী, ২০১২

নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন ( Which Laws Newton Publish Forget )

নিউটন যে সূত্রগুলো দিতে ভুলে গেছেন

১। লাইনের সূত্র : যখন আপনি তাড়াতাড়ি সামনে এগোনোর জন্য একটা লাইন ছেড়ে অন্য লাইনে দাঁড়াবেন, তখন ছেড়ে আসা লাইনটা আপনি পরে যে লাইনে দাঁড়িয়েছেন তার চেয়ে দ্রুত আগাতে থাকবে।

২। টেলিফোনের সূত্র : যখন আপনি কোনো রঙ নাম্বারে ফোন করবেন, তখন কোনো এনগেজড টোন শুনতে পাবেন না।

৩। গ্যারেজের সূত্র : গ্যারেজে কাজ করতে করতে যখন দুই হাত একদম কালিঝুলিতে ভরে যায় ঠিক তখনই নাকের ডগাটা চুলকায়।

৪। বাথরুম সূত্র :
প্রথম সূত্র : পানি ঢেলে সারা শরীর এবং চুল একদম ভিজিয়ে ফেলার পরপরই ফোনটা বেজে উঠবে।

দ্বিতীয় সূত্র : সারা শরীরের সাবান মাখার পর কিংবা চুলে শ্যাম্পু মাখার পরপরই ট্যাপের পানি বন্ধ হয়ে যাবে।

৫। কারণ দেখানোর সূত্র : যখনই আপনি আপনার ঊর্ধ্বতনকে দেখাতে যাবেন কম্পিউটারটা ঠিকমতো কাজ করছে না, তখনই দেখবেন সেটা ঠিকঠিক কাজ করছে।

৬।চুলকানির সূত্র : শরীরের সেই স্থানের চুলকানি সবসময় বেশি তীব্র হয় যে স্থানে হাত পেঁৗছানো বেশি কঠিন।

৭। কফির সূত্র : ঠিক যখনই এক মগ গরম কফি হাতে নিয়ে আপনি আরাম করে খেতে বসবেন, ঠিক তখনই বস আপনাকে ডেকে পাঠাবে কোনো জরুরি কাজ করে দেওয়ার জন্য।

৮। দেখা হওয়ার সূত্র : স্ত্রীর সঙ্গে শপিংয়ে বের হলে এমন একজন বন্ধু বা বান্ধবীর সঙ্গে আপনার দেখা হবে যাকে আপনার স্ত্রী দু'চোখে দেখতে পারে না।

৯। মিথ্যা বলার সূত্র : অফিসে দেরি হওয়ার কারণ হিসেবে মিথ্যা বলুন_গাড়ির টায়ারটা রাস্তায় পাংচার হয়ে গিয়েছিল। ঠিক ঠিক পরদিন সকালে অফিসে যাওয়ার সময় টায়ারটা পাংচার হয়ে যাবে।

১০। আকাঙ্ক্ষার সূত্র : কোনো কিছু পেতে চাইলে কমপক্ষে তিনবার ভাবুন। কারণ জীবনের সব কাঙ্ক্ষিত জিনিসই দামি অথবা অনৈতিক কিংবা বিবাহিত।

১১। কেনাকাটার সূত্র : দোকান থেকে কোনো কিছু কিনে খুশিমনে ফিরতে গেলে দেখবেন অন্য একটা দোকানে একই জিনিস আরও কম দামে বিক্রি হচ্ছে।

১২। চাকরির সূত্র : অফিসে আপনি যত বেশি অনাকাঙ্ক্ষিত হতে থাকবেন বসের চোখে তত বেশি আপনার ভুল ধরা পড়বে।

১৩। বীমার সূত্র : যে দুর্ঘটনার আশঙ্কায় বীমা করবেন, ধরে রাখুন সেটা ছাড়া বাকি সব দুর্ঘটনা আপনার জীবনে ঘটবে।

১৪। খুঁজে পাওয়ার সূত্র : শপিং শেষে বাসায় যাওয়ার পথে যে চকোলেটটা আপনি খাবেন বলে ভাববেন সেটাই বাজারের ব্যাগের সবচেয়ে নিচে থাকবে।

১৫। দরজা খোলার সূত্র : দরজা খোলার সময় আপনার একটা হাতে কোনো জিনিস ধরা থাকে তাহলে দরজার চাবিটা থাকবে যে হাতটা খালি ঠিক তার বিপরীত দিকের পকেটে।

১৬। কাপড় নোংরা হওয়ার সূত্র : জরুরি কোনো মিটিংয়ে যাওয়ার আগ মুহূর্তে কাপড়ে চা বা কফি ছলকে পড়ার সম্ভাবনা বেড়ে যায়।

১৭। দরকারের সূত্র : বছরের পর বছর পড়ে আছে বলে কোনো জিনিস ফেলে দিলে দেখবেন ঠিক পরের সপ্তাহেই জিনিসটা আপনার দরকার হবে।

১৮। কলিংবেল বাজার সূত্র : বাসায় যখন একা থাকবেন এবং ঠিক যখন কমোডে বসবেন, তখনই কলিংবেলটা বেজে উঠবে।

১৯। টিভির সূত্র : সারাদিনের কাজ শেষে যখন আরাম করে একটু টিভি দেখার জন্য বসবেন, তখন সব চ্যানেল বেছে বেছে সবচেয়ে জঘন্য আর বিরক্তিকর অনুষ্ঠানগুলো প্রচার করবে।

২০। চুল আঁচড়ানোর সূত্র : যেদিন খুব যত্ন করে সময় নিয়ে চুল আঁচড়ে বাইরে বের হবেন সেদিনই দমকা বাতাস বইবে, না হয় হঠাৎ নামা বৃষ্টি আপনাকে ভিজিয়ে দেবে।



২১। অফিস থেকে ফেরার সূত্র : যেদিন অফিস থেকে দেরি করে বাসায় যাবেন, সেদিন আপনাকে কেউ খেয়াল করবে না। কিন্তু যেদিন তাড়াতাড়ি অফিস থেকে বের হবেন সেদিন দরজায় বসের সঙ্গে নিশ্চিত দেখা হয়ে যাবে।

২২। ডাক্তারের কাছে যাওয়ার সূত্র : শরীর খারাপ লাগার সঙ্গে সঙ্গে ডাক্তারের কাছে যান, চেম্বারে পেঁৗছার সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানোর আগেই শরীরটা ভালো হয়ে যাবে। কিন্তু না গিয়ে ঘরে বসে থাকুন, কিছুতেই শরীর ভালো হবে না।

২৩। কাপড় পরার সূত্র : যে কাপড়টা পরতে চাইবেন সেটার কোনো না কোনো সমস্যা বের হবে। যে কাপড়টা পরলে সবচেয়ে বিশ্রী লাগবে সেটাই ঠিকঠাক গায়ে লাগবে।

লেখক ঃ ফারজানা ঊর্মি

শিখে নিন ফেসবুকের নতুন ফিচার-চ্যাটে ইমেজ যোগ করা – আর অবাক করে দিন আপনার বন্ধুকে[Facebook chat letters]

আমরা ফেসবুকে চ্যাট করার সময় বিভিন্ন ধরণের emoticon ব্যবহার করে থাকি।
এছারা অনেকে Facemoods (http://facemoods.com/) ব্যবহার করে থাকেন...আমার জানা মতে এই এপ্লিকেশন্টি আপনার এবং আপনার সাথে যিনি চ্যাট করবেন ২ জনেরই থাকতে হয়।
আমি আজ আপনাদের সাথে এমন একটি  লিঙ্ক + SYMBOL কোড শেয়ার করব যা দিয়ে colorful লেখা চ্যাট করার সময় ব্যবহার করা যাবে।
যেমনঃ চ্যাট বক্সে     [[107015582669715]]        কোডটি কপি করে পেস্ট করুন দেখবেন যে http://fbuni.wen.ru/ এরকম হয়ে যাবে।
 লিঙ্কটি হচ্ছে   http://fbuni.wen.ru/  ।
undefined http://fbuni.wen.ru/
তো আর দেরি কেন? এখনই ট্রাই করুন

SYMBOL কোড সমূহ নিম্নরুপঃ
[154926797904440]] undefined http://fbuni.wen.ru/
[[280247708659362]]
[[171108522930776]] Trollface
[[164413893600463]] Me Gusta
[[218595638164996]] Yao Ming
[[189637151067601]] LOL
[[129627277060203]] Poker Face
[[227644903931785]] Forever Alone
[[100002752520227]] Okay
[[105387672833401]] Fuck Yeah
[[100002727365206]] Challenge accepted
[[168038676590812]] Fap Time
[[125038607580286]]
[[168040846586189]]
[[169919399735055]]
[[142670085793927]]
[[170815706323196]]
[[167359756658519]]
[[224812970902314]]
[[143220739082110]]
[[192644604154319]] http://fbuni.wen.ru/
এরকম আরও অনেকগুলো নিম্নে দেয়া হলো...  Try করে দেখুন। আশা করি ভালো লাগবে... ভালো লাগলে কমেন্ট দিয়েন...আর বেশি ভালো লাগলে প্রিয় টিউন্সে যুক্ত কইরেন।

[[223960680965063]]


[[131810763560297]]

[[160920677312684]]
[[139677092745226]]
[[266308960074955]]
[[332648210085663]]
[[285683549983]]
[[167147380008047]]
[[221920784510906]]
[[158522364202742]]
[[168819359843022]]
[[121716301241162]]
[[224884030874206]]
[[214457191906807]]
[[113241502110536]]
[[106043606147769]]
[[195790703821934]]
[[195790707155267]]
[[197754126929444]]
[[153385568067315]]
[[113681318729463]]
[[244771848915813]]
[[224700130878729]]
[[258454574190835]]
[[247839891948263]]
[[213345345397718]]

নিজে নামাজ আদায় করুন + অন্যকেও আদায় করতে বলুন।
মা-বাবাকে সবসময় খুশি রাখার  চেষ্টা করুন

লিখেছেন ঃ ইমন


২। আমরা চ্যাট করার সময় নামের পরিবর্তে বন্ধুর প্রোপিক দিতে পারি। নিচের ছবিটা দেখুন

ছবি দেওয়ার জন্য যা করা লাগবে । তা হলো [[যার ছবি তার আইডি]]।
মানে প্রথমে ২ টা থার্ড ব্রাকেট তারপর যার ছবি দিবেন তার আইডি শেষে আবার ২টা থার্ড ব্রাকেট দিয়ে ক্লস করে দিবেন।
আইডি নম্বর বের করা: যার ছবি দিবেন তার প্রোফাইলে ঢুকে এড্রেসবারে খেয়াল করুন। যেমন আমারটা
http://www.facebook.com/ahuryra
তাহলে আমার আইডি হচ্ছে ahuryra । আর ইমেজ বানাইতে হলে লিখতে হবে [[ahuryra]]
* আইডি বর্ণের পরিবর্তে নম্বর ও হতে পারে।
খুব সোজা একটা জিনিস জটিল করে বুঝালাম। X((
লিখেছেন ঃ ahuryra]

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More