পৃষ্ঠাসমূহ

নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা

নিউটন এর জীবনে ঘটে জাওয়া সকল মজার ঘটনা , নিউটন কে লেখা সকল মজার ঘটনা পাবেন এখানে নিউটন কে জানতে আগ্রহী হয়ে থাকলে এই বিভাগ এর পোস্ট সমুও মিস করবেন না আশা করি

বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট কথা সত্য । মজার মজার সব কিছু জানতে নিয়মিত এই বিভাগ পোস্ট গুলো দেখুন । আশা করি ভাল লাগবে ।

গনিতের মজা

গনিতের মজা নিতে চাইলে এই বিভাগ এর পোস্ট গুলো মিস করবেন না । বন্ধুদের সাথে গনিত নিয়ে মজা করতে চাইলে এই বিভাগ টি নিয়মিত দেখুন । অনেক অজানা কিছু শিখতে পারবেন আশা করি।.

একটু হাসুন

হাসতে কে না ভালবাসে। হাসলে মন প্রান ভাল থাকে । তাই আপনি যাতে মন প্রাণ খুলে হাসতে পারেন সেই জন্য আমার ব্লগ এর এই বিভাগ টি । আপনার জিবনকে গতিময় করে তুল্বে যদি আপনি হাসতে পারেন ।

ভালবাসি তমাই বাংলাদেশ

বাংলাদেশ এর গৌরবময় তত্ত্ব গুলো জানতে এই বিভাগ টি দেখুন । বাংলাদেশ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন । বাংলাদেশ আমার অহংকার । .

WordLinx - Get 
Paid To Click

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

২০১১ সালের মনে দাগ কেটে যাওয়া কিছু ঘটনা (some miserable moment 2011)


ঘটনা এক


ফেইসবুকে হঠাৎ করে উপরের ছবিটা দেখি। ছবিটা দেখে মনটা খারাপ হয়ে গেল। ভাবলাম মানুষগুলা এরকমভাবে বাচ্চা দুটিকে মারছে কেন? তাই এর পিছনের খবর জানতে খুঁজ লাগালাম, সেটা খুজতে গিয়ে জানলাম ছবির শিশু দুটি কোন এক গৃহস্থের রান্নাঘর থেকে ভাত চুরি করতে গিয়ে ধরা পড়ে। ধরা পড়ার পর জনতা তাদের মারধোর করে। ঘটনাটা ঘটেছে ঢাকার লালবাঘ এলাকায়। এ কেমন সমাজ যেখানে শিশুদের ভাত চুরি করতে হয়?? আবার সেই ক্ষুধার্ত শিশুকে ভাত চুরির দায়ে গণধোলাইয়ের স্বীকার হতে হয়???



ঘটনা দুই


উপরের ছবিটি নিশ্চয় চিনতে পারছেন। এটা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বানারভিটা গ্রামের নূর ইসলাম নূরুর বড় মেয়ে ফেলানীর ছবি। যে গত ৭ জানুয়ারি ভোরে কুড়িগ্রামের অনন্তপুর সীমান্ত পার হয়ে দেশে ফেরার সময় কাঁটাতারের বেড়ায় কাপড় আটকে যায়, আটকে যাওয়ার পর সে চিৎকার দিলে, বিএসএফ সদস্যরা তাকে গুলি করে হত্যা করে এবং লাশ এরকম কাঁটাতারে ঝুলে থাকে। পরিবার পরিজন নিয়ে দীর্ঘদিন ধরে ভারতের আসাম রাজ্যে বনগাইগাঁও টুনিয়াপাড়া বস্তিতে বসবাস করা ১৪ বছরের ফেলানি বাড়িতে ফিরছিল বিয়ের পিঁড়িতে বসবে বলে। কিন্তু লাল শাড়ি পরে শ্বশুরবাড়ি আর যাওয়া হলো না ফেলানির, লাল জামা পরে লাশ হয়ে ঝুলে থাকতে হল কাঁটাতারের জালে। এরপর এই ইস্যু নিয়ে দেশে বিদেশে অনেক লেখালেখি, প্রতিবাদ , মানববন্ধন হয়েছে । কিন্তু ভারতের দুঃখ প্রকাশ ছাড়া আমাদের কন প্রাপ্তি ছিল না । সীমান্তে নিরীহ মানুষ হত্যার ব্যাপারে সরকার ও মানবাধিকার কমিশন কী কোন পদক্ষেপ নিয়েছে?




ঘটনা তিন


উপরের ছবিটি হল দরীদ্র নিরীহ কলেজ ছাত্র লিমনের। যে গত মার্চমাসে ঝালকাটিতে এক তালিকাভুক্ত সন্ত্রাসীকে ধরতে গিয়ে রেবের গুলিতে আহত হয়। আহত হয়ার পর লিমনকে নিয়ে অনেক লেখালেখি, কান্নাকাটি, মানবন্ধন হয়েছে। কিন্তু কোন কিছুই লিমনের পা বাঁচাতে পারেনি , লিমনকে জেলে যাওয়া থেকে বাচাতে পারেনি। । পড়ুন নিষ্ঠুরতার এক চরম নমুনা আর লিমনের নিজের মুখে শুনুন পুরা ঘটনা বর্ণনা। এতকিছুর পরেও লিমনের কৃত্রিম পা সংযোজন করলেও যে বা যারা এরকম একটা চরম অন্যায় কাজ করল তাদের বিরুদ্ধে কি কোন একশন নেয়া হয়েছে ?



ঘটনা চার


উপরের ছবিটি মিরসরাই মর্মান্তিক ট্রাজেডির, যা কখনো ভুলবার নয়। মিরসরাই সদর উপজেলা মাঠে বন্ধবন্ধু গোল্ডকাপ টুর্নামেন্টের একটি খেলা দেখে ফেরার পথে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে দুঃখ জনক ও মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। যেখানে ৪৫ জন নিস্পাপ ছাত্র সড়ক দুর্ঘটনায় মারা গিয়েছিল । গাড়িটি চালাচ্ছিল চালকের সহকারী এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোনে কথা বলছিল। গাড়ির গতি ছিল স্বাভাবিকের চেয়ে বেশি। একপর্যায়ে ট্রাকটি ব্রিজ থেকে নামার সময় উল্টো দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের ডোবায় পড়ে যায়। যাক কিছুটা হলেও আশা বানী হল সেই লাইসেন্সবিহীন চালকের ৫ বছরের কারাদন্ড হয়েছে



ঘটনা পাঁচ


উপরের ছবিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ছাত্র আব্দুল কাদেরের। গত জুলাই মাসে রাতে ইস্কাটনের এক আত্মীয়ের বাসায় অবস্থানরত মা ও বোনের সঙ্গে দেখা করে ফেরার পথে শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে ডাকাতির মিথ্যা অভিযোগে পুলিশ তাকে আটক করে। কারাগারে নিয়ে নির্যাতনের এক পর্যায়ে পুলিশ চাপাতি দিয়ে কাদেরের বাম পা জখম করে এবং তার বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়। এরপর যখন এর বিরুদ্ধে চারদিকে আওউয়াজ উঠল তখন পুলিশ ব্যস্ত হয়ে উঠল তাকে ডাকাত প্রমান করতে। কিন্তু তারা সেটা পারেনি। অবশেষে কাদের মুক্তি পান মুক্তি পেয়েই পুলিশের নিষ্ঠুরতার বিচার চাইলেন কাদের। সেই পরিপেক্ষতে তিন পুলিশকে বরখাস্তের নির্দেশ দেয়া হয়।



ঘটনা ছয়


উপরের ছবিটি দেখে কি মনে হয় সে ছেলেটা ডাকাত হতে পারে?! নোয়াখালীর কোম্পানীগঞ্জের এই নিরীহ গরিব নিরপরাধ অসহায় ষোল বছরের ছেলে সামছুদ্দিন মিলনকে ডাকাত বানিয়ে গণধোলাইয়ের মাধ্যমে কোম্পানীগঞ্জ থানার পুলিশ হত্যা করে। অথচ সে তারপ্রেমিকার সাথে দেখা করতে গিয়েছিল । সে প্রেমিকা আবার তার খালাত বোন। মিলনের এই ভিডিও ফেইসবুকে দেখেছিলাম দেখে হতবাক ও বাকরুদ্ধ হয়ে পড়েছিলাম।

দুর্বল হার্টের কেউ ভিডিওটা দেখবেন না।



এই বিষয়ে নিউজ দেখতে পারবেন সেদিন আসলে কি হয়েছিল





ঘটনা সাত


উপরের ছবিটি গত শবেবরাত রাতে ঢাকার আমিন বাজারে গণপিটুনিতে মারা যাওয়া ছয় ছাত্রের ছবি।আমিনবাজারে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত খবরটা পড়ার পর মনে হয়েছিল মানুষ আর মানুষ নাই, পশু হয়ে গেছে। পশুরাও এরকম হিংস্র কাজ করতে পারবে বলে মনে হয় না। আবারও ডাকাত সন্দেহে ছয় নিরীহ ছাত্রকে মেরে ফেলা হল।




ঘটনা আট
4444abid
উপরের ছবিটা ক্লোজআপ তারকা আবিদের যে পাগলা হাওয়ার বাদল দিনে- গানটি গেয়ে ২০০৫-এ হয়েছিলেন ক্লোজআপ তারকার ১০ জনের একজন। সাগরে ডুবে ক্লোজআপ তারকা আবিদসহ দুজনের মৃত্যু খবরটা শুনে বুকটা ধক করে উঠেছিল। তার পর পর দু’টি অ্যালবাম বেরিয়েছিল, তৃতীয় অ্যালবামের কাজও করেছিলেন । কিন্তু অ্যালবামের প্রকাশ দেখে যাওয়া হলো না আবিদের। সমুদ্র তাকে তেনে নিয়ে গেল না ফেরার দেশে।
আবিদের ক্লোজ আপ ওয়ানে গাওয়া একটা গান



ঘটনা নয়


উপরের হাস্যজ্জল চেহারার মানুষটি হলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সহকারী অধ্যাপক বর্তমানেইউনিভার্সিটি অব ব্রিটিশ কলাম্বিয়ায় এমএস ও পিএইচডিরত রুমানা মনজুর। যার আর এরকম হাস্যজ্জল চেহারা আর নেই। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পাস করা প্রকৌশলী স্বামী হাসান সাইদের পাশবিক নির্যাতনের স্বীকার হয়ে হারিয়েছেন চোখ এবং ক্ষত বিক্ষত হয়ে গেছে তার চেহারা। এই ঘটনায় তার স্বামী হাসান সাইদকে গ্রেপ্তার করা হয় । কিন্তু বিচারের আগেই সে জেলের মধ্যে মারা যায়
ঘটনা দশ


উপরের ছবিটি একজন মুক্তিযুদ্ধে শহীদের স্ত্রীর, নাম নাসেরা বেগম। যিনি রাস্তায় ঘুরে ঘুরে কলম বিক্রির জীবন চালান। তার এই বেহাল জীবন দেখে কিছু মানুষ তাকে সাহায্য করার জন্য এগিয়ে আসে,সে উপলক্ষে একটা ব্লগে নাসেরা বেগমকে নিয়ে একটা পোস্ট স্টিকিও করা হয়। সেই পোস্ট স্টিকি করার পর ভাল একটা সাড়া পাওয়া যায়। কিন্তু এর কিছুদিন পর
জানা যায় চরম এক প্রতারনার খবর, কলম দাদিকে সাহায্যের উছিলায় যে টাকা তুলা হয় সে টাকা কে বা কাহারা উনাকে না দিয়ে নিজেরা মেরে দেয়। এক পত্রিকায় জানা যায় টাকার পরিমান ১৪ লাখ টাকা ।
ব্লগারদের সাথে ঠিক একি রকম একটা প্রতারনা করে ব্লগার হাসনা হেনা এবং তার স্ত্রী ব্লগার রোজলীন
সবাইকে নতুন বছরের শুভেচ্ছা । হেপি নিউ ইয়ার ২০১২।

পোস্ট টি লিখেছেন মাসুম আহমদ

নিউটন এর প্রেম এর ব্যাখ্যা (newton love funny definite)

নিউটনের প্রেমের
গতি সূত্র----- ---------- ---------- --

প্রথম সূত্রঃ বাহ্যিক
কোন বল প্রয়োগ
না করলে প্রেমিক-
প্রেমিকার মনের সুপ্ত
প্রেম স্থির
থাকবে এবং গতিশীল
প্রেম সুষম দ্রুতিতে ভালবাসার
সরল
পথে চলতে থাকবে

 



দ্বিতীয়
সূত্রঃ প্রেমিক-
প্রেমিকার মনের
পরিবর্তনের হার এর
উপর প্রযুক্ত বলের
সমানুপাতিক এবং বল
যে দিকে ক্রিয়া করে প্রেমিক-
প্রেমিকার মনের
পরিবর্তনের হারও
সে দিকে ঘটে

তৃতীয় সূত্রঃ প্রত্যেক
ছ্যাঁকারই একটা সমান
ও বিপরীত
ছ্যাঁকা আছে

প্রেমের
ক্ষেত্রে বলের
সংজ্ঞাঃ যা কোন
স্থির প্রেমের উপর
ক্রিয়া করে তাকে গতিশীল
করে বা করতে চায়
অথবা কোন গতিশীল
প্রেমের উপর
ক্রিয়া করে তার
গতির পরিবর্তন
করে বা করতে চায়
তাকে প্রেমের বল বলে

•|• গিনেসে বাংলাদেশ •|• (Gaines Book Of world Bangladesh)

•|• গিনেসে বাংলাদেশ •|•


গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাওআমাদের দেশের নাম এ পর্যন্ত গিনেস বুকে উঠেছে বেশ কয়েকবার

*
সবচেয়ে পাতলা জাতি : আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০ দশমিক ৫ কেজি আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজিবিএমআই (বডি মাস ইনডেঙ্) সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে পাতলা জাতিআরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ
 




* এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা : আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারশেন ওয়াটসন
*
এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে : নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলেতাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড
*
হাত ধোয়ার রেকর্ড : ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে
*
সর্বাধিক ঘনত্বের দেশ : আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষবিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না
*
সবচেয়ে বড় শিলা : ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নিসেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ
*
সবচেয়ে বড় মানবশিকল : ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করেছিল
*
সবচেয়ে বড় উপসাগর : বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটারএটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর
*
মুক্তিপণ আদায় : ১৯৭৭ সালের ২ অক্টোবর জাপান এয়ারলাইননের ডিসি-৮ বিমানটি অপহরণ করে নামানো হয়েছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দরেবিমানে জিম্মি করা হয়েছিল ৩৮ জনকেছয় মিলিয়ন মার্কিন ডলার এবং দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে মুক্তির বিনিময়ে অপহরণকারীরা বন্দি যাত্রীদের মুক্তি দিয়েছিল এটাই মুক্তিপণ আদায়ের সর্বোচ্চ রেকর্ড
*
বিশ্বের সবচেয়ে বড় ব্যাট : বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এইব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন
*
সুপার গ্র্যান্ড ফাদার : বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি
*
টেবিল টেনিসে বিশ্বরেকর্ড : আমাদের দেশের জোবেরা রহমান লীনুজাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে
*
সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন : খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতেবানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইনএটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজারমজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা
সূত্র:কালের কণ্ঠ

শুক্রবার, ৩০ ডিসেম্বর, ২০১১

কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব (how to propose girl diffrent way )

কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব

কোনো মেয়েকে প্রেমের প্রস্তাব
দেওয়ার কিছু অভিনব পদ্ধতি
তবে যা করবেন নিজ দায়িত্বে করবেন। কোনো ঝামেলায় পড়লে আমরা দায়ী থাকবো না।









১/ মেয়েটির পেছনে দাঁড়িয়ে চিৎকার করে বলুন, 'ইউ আর আন্ডার অ্যারেস্ট।' মেয়েটি যখন অবাক হয়ে জিজ্ঞেস করবে 'কেন?' আপনি উত্তর দিন, 'আমার হৃদয়টা চুরি করার দায়ে।'

২/  মেয়েটিকে বলুন, তোমার পাগুলো সম্ভবত ব্যথা করছে, তুমি একটু রেস্ট নিয়ে নাও। সে অবশ্যই জানতে চাইবে, 'পা ব্যথা করবে কেন?' উত্তরে আপনি বলুন, 'সারাদিন আমার হৃদয়ে যেভাবে দৌড়াও, পা তো ব্যথা করবেই।



৩/ মেয়েটির চোখের দিকে গভীরভাবে তাকিয়ে বলুন, 'আমি তোমার চোখের তারায় হারিয়ে গেছি, তুমি কি আমাকে তোমার হৃদয়ে পেঁৗছার পথটা বাতলে দিতে পারো?'

৪/ খুব আগ্রহ নিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করুন, 'তুমি কি হারিয়ে গেছ?' সে অবাক হয়ে জানতে চাইবে, 'কেন, হারিয়ে যাব কেন?' আপনি বলুন, 'না, আমি ভাবলাম, তুমি বোধহয় স্বর্গ থেকে পথ হারিয়ে পৃথিবীতে চলে এসেছ।'

৫/ মেয়েটিকে একটা গোলাপ দিয়ে বলুন, 'আমি গোলাপটাকে দেখাতে চাচ্ছিলাম, তুমি তার চেয়েও সুন্দর।'

৬/ 'আপনি প্রথম দেখায় ভালোবাসায় বিশ্বাস করেন?' মেয়েটিকে প্রশ্নটা করলে সে নিশ্চয়ই আপনার দিকে অবাক চোখে তাকাবে। আপনি বলুন, 'যদি বিশ্বাস না করেন তাহলে আমি আরেকবার আপনার দিকে নতুন করে হেঁটে আসতে পারি।'

মজাদার ১০টি কোতুক (funny 10 jokes)

  1. গতকাল রাত থেকে মোবাইল দিয়ে কাউকে কল করতে পারতেছি না। "Connection Error", "Call Faild", "Network Busy" দেখাচ্ছে। পরে সকালে জানলাম কারণটা কি!!

    আমাগো 'আবুল' এখন টেলিযোগাযোগ মন্ত্রী। :p :p
  2. রসায়নের পিরিয়ডিক টেবিলে নতুন মৌল যোগ হয়েছে! আর তার নামঃ "Girl"!!!
    প্রতীকঃ Gl

    আনবিক ভরঃ এটা জানার ধৃষ্টতা দেখালে কপালে খারাবি আছে!

    ... ভৌত ধর্মঃ ১) যেকোন মুহূর্তে 'ফুটতে' পারে!
    ২) টাকা, অলংকার ইত্যাদি পেলে নিমেষেই 'গলে' যায়!
    ৩) যা চায় তার যোগান দিতে না পারলে এর স্বাদ 'তিক্ত' আর পারলে 'মিষ্টি'!

    রাসায়নিক ধর্মঃ ১) খুবই সক্রিয়!
    ২) খুবই অস্থির প্রকৃতির; যে কারো সাথে বিক্রিয়া করতে পারে!
    ৩) প্লাটিনাম, গোল্ড, ডায়মণ্ড ইত্যাদির সাথে সংযুক্তির ক্ষেত্রে দুর্বার আকর্ষণ বিদ্যমান!

    প্রাপ্তিস্থানঃ বেশিরভাগ সময় আয়নার সামনে ;)
  3. চাকরীর ইন্টারভিউ চলছে ...

    ম্যানেজার : আপনার শিক্ষাগত যোগ্যতার সর্বোচ্চ ডিগ্রি কি?
    প্রার্থী : PHD
    ম্যানেজার : দারুন ! তা আপনি কোন বিষয়ে ডক্টরেট ?
    প্রার্থী : না ..... আসলে PHD মানে Passed Highschool with
    Difficulties !! :-P
  4. যে লোক আগে..
    তার
    টাকা....
    ঘুম.....
    পরিবার.....
    ... খাবার.......
    হাসি.........
    সব কিছু স্যাক্রি-ফাইস করত.....
    তাকে ” সাধু ” বলা হত........

    আর এখন??....
    বলে ” বয়ফ্রেন্ড “ :p :p :D :D
  5. সমাজ ক্লাস চলছে.....
    শিক্ষক বলছেন: আজ আমরা ধর্ষন বিষয়ে পড়ব।
    আচ্ছা বল্টু বলতো ধর্ষন কাকে বলে?
    বল্টু : কর্তার ইচ্ছায় কর্তীর আনিচ্ছায় পরষ্পরে যে ঘর্ষনের সৃষ্টি হয় তাকে ধর্ষন বলে।
  6. চান্দু একবার ইংল্যান্ড গেছে সেখানে প্রিন্স এর সাথে ডিনার করতেছে

    প্রিন্স বলল “ পাস দি ওয়াইন ইউ ডিভাইন!!”

    চান্দু চিন্তা করলো “ ওয়াও কত্ত সুন্দর আমিও ছড়া কমু”
    ...
    চান্দুঃ “ পাস দি কাস্টার্ড ইউ বাস্টার্ড” :P:P


  7. আমাদের বর্তমান অর্থমন্ত্রী

    -আবুল মাল আব্দুল মুহিত

    কখনোই তার মন্ত্রনালয়ের লিফট ব্যাবহার করতে পারেন না! কেন জানেন?
    ... .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    .
    কারণ, লিফটের দরজায় লেখা আছে যে - "এই লিফট দিয়ে 'মাল' বহন নিষেধ!"
  8. ক্লাসে ঢুকেই শিক্ষক বললেন_ আচ্ছা, বলো তো বিদ্যুৎ কোথা থেকে আসে? প্রশ্ন শুনে সবাই চুপ। কিছুক্ষণ ভেবে বল্টুর ছেলের জবাব_ স্যার, বিদ্যুৎ আসে আমার মামার বাসা থেকে। শিক্ষক অবাক হয়ে বললেন_ তোমার মামার বাসা থেকে! তা কীভাবে আসে বলো তো শুনি? বল্টুর ছেলে বলল_ স্যার, যখন বিদ্যুৎ চলে যায়, তখন বাবা রাগ করে বলেন, ধুর শালা, আবারও বিদ্যুৎ বন্ধ করে দিল! আমার বাবার শালা তো আমার মামাই হয় স্যার।
  9. প্রেমিক : পিয়া, দারুন একটা ছবি এসেছে। হাউসফুল যাচ্ছে। তিনটা এডভান্স টিকেট নিয়ে এসেছি।
    প্রেমিকা : তিনটা কেন? আমরা তো মাত্র দু জন।
    প্রেমিক : টিকেট তো আমাদের জন্য আনিনি, এনেছি তোমার মা, বাবা আর ছোট ভাই এর জন্য। তারা সিনেমা দেখতে চলে গেলেই আমি বাসায় চলে আসব।
  10. ছেলে মেয়ে কে বলছে জানু আগে যখন তোমাকে কিস করতাম তখন তুমি চোখ বন্ধ করতে এখন আর করনা কেন??




    ... ↓

    মেয়েঃগতবার আমার হ্যান্ড ব্যাগ থেকে ৫০০ টাকার নোট হাওয়া হয়ে গেছিল তাই :P

মঙ্গলবার, ২৭ ডিসেম্বর, ২০১১

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য (funny english word)

কিছু ইংরেজি শব্দের মজার তথ্য 
https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhyK8U5-3RyQXPHIOs3EGKhLyVh39u1yZV2MGxnXic0RxsTzm-UneOGCKcSKJ3MqRz0HmwC-e6yzyIVjRaJf93cngG4GMKOjnUScv9_vVArmWVrAYGu28jQY1GIb3irhHC19xah1Tw6Fje_/s1600/english.jpg
১। 80 কে letter marks বলা হ্য় কারণ L=12, E=5, T=20, T=20, E=5, R=18(অক্ষরের অবস্হানগত সংখ্যা) সুতরাং 12 5 20 20 5 18=80
২।ইংরেজি madam ও reviver শব্দকে উল্টো করে পড়লে একই হবে।
৩। “a quick brown fox jumps over the lazy dog” বাক্যটিতে ইংরেজি ২৬টি অক্ষর আছে।
৪। “ i am” সবচেয়ে ছোট ইংরেজি বাক্য।
৫। “Education” ও “Favourite” শব্দে সবগুলো vowel আছে।
৬। “Abstemious ও Facetious ” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হল শব্দের vowel গুলো ক্রমানুসারে ( a-e-i-o-u) আছে।
৭। ইংরেজি Q দিয়ে গঠিত সকল শব্দে Qএ পরে u আছে।
৮। Queueing এমন একটি শব্দ যার মধ্যে ৫টি vowel একসঙ্গে আছে।
৯। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল Uncopyrightable।
১০। Rhythm সবচেয়ে দীঘ ইংরেজি শব্দ যার মধ্যে vowel নাই।
১১। Floccinaucinihilipilification সবচেয়ে বেশি vowel সমৃদ্ধ শব্দ যাতে ১৮টি vowel আছে।
১২। vowel যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল A (একটি) ও I (আমি) ।
১৩। vowel বিহীন সবচেয়ে ছোট শব্দ হল By।
১৪। গুপ্তহত্যার ইংরেজি প্রতিশব্দ Assassination মনে রাখার সহজ উপায়হল গাধা-গাধা-আমি-জাতি।
১৫। Lieutenant শব্দের উচ্চারণ লেফট্যান্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা-তুমি-দশ-পিপড়া।
১৬। University লেখার সময় v এর পরে e ব্যবহৃত কিন্তু Varsity লেখার সময় v এর পরে a ব্যবহৃত হয়।
১৭। “Uncomplimentary” শব্দে সবগুলো vowel আছে। মজার ব্যাপার হলশব্দের vowel গুলো উল্টো ক্রমানুসারে ( u-o-i-e-a) আছে।
১৮। “Exclusionary” ৫টি vowel সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোন অক্ষরের পূনারাবৃত্তি নাই।
১৯।”study, hijak, nope, deft” শব্দগুলোর প্রথম ৩ টি অক্ষর ক্রমানুসারে আছে।
২০। “Executive ও Future“এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পর পর vowel আছে।
২১। Mozambique এমন একটি দেশের নাম যাতে সবগুলো vowel আছে।
২২। A1 একমাত্র শব্দ যাতে ইংরেজী অক্ষর ও সংখ্যা আছে।
************************
I এর পরে am বসে কিন্তু
I is the ninth letter of alphabet!!!!!!!!!!!!
It is raining.
Bristi is reading.
বাক্য দুইটির অর্থ কিন্ত একটাই, বৃষ্টি পড়ছে
ভালো লাগলে মাস্ট লাইক হবে,নতুন কিছু জানতে পারলে মাস্ট কমেন্ট হবে,আমাদের পেজ আপনাদের ভালো লাগলে মাস্ট শেয়ার হবে
 
>ফেসবুক বিভিন্ন পেজ থেকে সংগৃহীত

ফোনে একদিন (Do Not Phone Call When You Drive)


http://images.amazon.com/images/P/0810954796.01.LZZZZZZZ.jpg
ফোনে একদিন

সোহানা ক্লাস থেকে বেরুতেই মোবাইলটা বেজে উঠল। ফোনে কথা বলতে তার কখনই বিরক্ত লাগে না। আর তা যদি হয় বিন্তির সঙ্গে তাহলে তো কথাই নেই। বিন্তি সোহানার সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। এখন বিন্তিই ফোন করেছে। সে কলটা রিসিভ করল, 'আরে দোস্ত, খবর কী? আজ ক্লাসে এলি না যে?' বিন্তি বলল, 'আর বলিস না। সেই রাত থেকেই শরীরটা গরম গরম লাগছিল। সকালে ঘুম থেকে উঠে দেখি গায়ে পুরোদস্তুর জ্বর। তাই ক্লাসে এলাম না। আজ ক্লাসে কী পড়াল?' সোহানা হেসে বলল, 'এখনও জ্বর, পেটব্যথা বলে ক্লাস ফাঁকি দেওয়ার অভ্যাসটা গেল না! যা হোক, আসিসনি ভালো করেছিস। আজ মিজান স্যার ক্লাসে পড়ানো বাদ দিয়ে শুধু গল্প করেছেন। আমার বিরক্ত লাগছিল কিন্তু অন্যরা খুব এনজয় করছিল।' বিন্তি সোহানার সঙ্গে একমত হলো, 'মিজান স্যার ক্লাসে এলে কোনো পড়াই হয় না। শুধু গল্প করে।' সোহানা হেসে বলল, 'আজ ক্লাসে কী হয়েছে শোন, মিজান স্যার তখন বকবক করছিলেন। হঠাৎ প্রিন্সিপাল ম্যাডাম দরজার সামনে এসে দাঁড়ালেন। ম্যাডামকে দেখে মিজান স্যার গল্প বন্ধ করে এমন ভাব করলেন যে, তিনি পড়াচ্ছেন। সবাই স্যারের চেহারা দেখে গম্ভীর হয়ে গেল; কিন্তু পেছনের বেঞ্চে বলে সোহেল আছে না, সে ফিক করে হেসে ফেলল। ম্যাডাম চলে যাওয়ার পর তাই সোহেলের ওপর স্যারের সে কী রাগ! ওদিকে আমরাও হেসে খুন।' সোহানার কথা শুনে বিন্তিও হো হো করে হেসে ফেলল। হাসি থামলে বিন্তি সোহানাকে জিজ্ঞেস করল, 'আশপাশে খুব শব্দ শুনতে পাচ্ছি। কোথাও যাচ্ছিস না কী?' সোহানা জবাব দিল, 'কোচিংয়ে যাচ্ছি। প্রায় চলে এসেছি। রাস্তাটা পার হলেই হলো।' বিন্তি অবাক হয়ে জিজ্ঞেস করল, 'আজ আবার কিসের কোচিং? তোর না রবি, মঙ্গল, বৃহস্পতিবার কোচিং থাকে? আজ তো সোমবার।' সোহানা বিরক্ত হয়ে বলল, 'স্যার ফোন দিয়ে বলেছিল আগামীকাল স্যার কী এক কাজে বাইরে যাবে। তাই সেই ক্লাসটা হবে না। সেটা আজ করাবে। তাই যাচ্ছি।' বিন্তি বলল, 'আচ্ছা ঠিক আছে। তাহলে ক্লাস শেষ করে বাসায় আসিস। আম্মা আজ খুব মজার একটা মেন্যু রান্না করেছে। তোর জন্য রেখেছে। তুই এলে...।'
বিন্তি কথা শেষ করতে পারল না। তার আগেই লাইন কেটে গেল। বিন্তি মনে মনে ভাবল, 'মনে হয় ব্যালেন্স শেষ হয়ে গেছে।' তাই সে সোহানার মোবাইলে ট্রাই করল কিন্তু মোবাইল বন্ধ। তখন সে ধরে নিল নিশ্চয়ই চার্য শেষ হয়ে গেছে। বিন্তি নিশ্চিন্ত মনে ফোন রেখে দিল।
পরিশেষে সন্ধ্যার একটু আগে বিন্তির কাছে খবর এসেছে যে রাস্তা পার হতে গিয়ে সোহানা দুর্ঘটনায় মারা গেছে। প্রত্যক্ষদর্শী একজন জানিয়েছেন যে, মোবাইলে কথা বলতে বলতে সোহানা রাস্তা পার হচ্ছিল বলে গাড়িটা সে খেয়ালই করেনি।

Earn Money From Minuteworkers (মিনিট্‌ওয়ার্কারস অনলাইন আয়-যারা নতুন তাদের জন্য,বিস্তারিতভাব)

 

undefined minuteworkers.com/register.php?ref=raihan004

মিনিট্‌ওয়ার্কারস মুলত মাইক্রোওয়ার্কারস এর মতোই একটা মাইক্রো জব সাইট।
মিনিট্‌ওয়ার্কারস সাইটের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে এই সাইটের কাজগুলো অত্যন্ত ছোট ছোট,এক একটি কাজ করতে ১ থেকে ৫ মিনিট সময় লাগে। প্রতিটি কাজের মূল্য ০.১০ ডলার থেকে শুরু করে সর্বোচ্চ ১.৭৫ ডলার পর্যন্ত হয়ে থাকে। সাইটে প্রতিদিনই  ৮ ঘন্টা পর পর নতুন নতুন কাজ আসে, আর কাজ গুলো যে কেও করতে পারে, তবে হ্যা কিছু কাজ দেশ ভিত্তিক (Country Wise)হয়ে থাকে, মানে কাজ গুলো লিমিটেড দেশ এর লোকেরাই করতে পারবে, eg. USA/Aus এর কাজ আমরা করতে পারব না।
মিনিট্‌ওয়ার্কারস সাইটে কাজ করতে হলে খুব বেশী কিছু জানার দরকার নেই। ইন্টারনেট সম্পর্কে Basic জ্ঞান থাকলেই চলবে যেমন- কিভাবে বিভন্ন সাইটে Registration করতে হয়, কি ভাবে ফেসবুকে ভোট দিতে হয়, কি ভাবে ফোরাম পেষ্টিং করতে হয়, কি ভাবে Twitting করতে হয়, কি ভাবে ফেসবুকে wall posting, Like করতে হয় ইত্যাদি।
Worker হিসেবে কাজ শুরু করার পূর্বে প্রথমে মিনিট্‌ওয়ার্কারস সাইটে একটি একাউন্ট তৈরি করে নিতে হবে। এরপর মেনু থেকে Available Jobs লিংকে ক্লিক করে সকল কাজগুলো দেখা যাবে। কোন একটি কাজের শিরোনামের উপর ক্লিক করে সেই কাজের বিস্তারিত  তথ্য জানা যাবে। প্রতিটি কাজের শিরোনামের সাথে কয়েকটি তথ্য পাওয়া যায় – কাজের মূল্য (Payment), কতজন কাজটি করতে পারবে ,কাজটি করতে আনুমানিক কত মিনিট লাগতে পারে (Time) ইত্যাদি।
প্রতিটি কাজ করার আগে Employer কি বলছে ?? মানে আপনি যে কাজটি করেছেন তার প্রমাণ সরুপ Employer কি চাচ্ছে তা মনোযোগ সহকারে পড়তে হবে। তার পর যদি মনে হয় আপনি কাজটি করতে পরবেন তাহলে কাজটি Employer যে ভাবে করতে বলেছ ঠিক সেই ভাবে করে I accept this job এ ক্লিক করে সেখানে Employer যে প্রমাণ চেয়েছে যেমন- দেশ,নাম, ইমেইল, IP address, ইত্যাদির বিবরণ দিয়ে Submit এ ক্লিক করে কাজটি জমা দিন।
কাজটি জমা দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার Account এ টাকা জমা হবে না। আপনার জমাকৃত কাজটি Employer  দেখবে, দেখে যদি মনে করে কাজটি ঠিক মত করতে পেরেছেন তাহলে Satisfied করবে তখন আপনার একাউন্টে টাকা জমা হবে, আর না হলে Not satisfied করবে।তাই কাজ জমা দেওয়ার সময় সতর্ক থাকতে হবে।যত দিন যাবে তত আপনার ইনকাম বাড়বে কারণ দিন দিন আপনি কাজের ধরণ বুঝতে পারবেন। দিন দিন সাইটটির জনপ্রিয়তা বাড়ছে এবং কাজের পরিমাণও বাড়ছে।
JOIN NOW: (Hurry Up !!)
minuteworkers.com/register.php?ref=raihan004
কাজের প্রকারভেদ:
নিচের Screenshot দেখলে আপনি খুব সহজেই বুঝতে পারবেন যে কি ধরনের কাজ করতে হয়। তবে আমি বিভন্ন সাইটে Registration, ফেসবুকে ভোট , Twitting এসব কাজ ই বেশি করতে পারি।

undefined

কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়:

এই সাইটে কাজ করার সময় কয়েকটি বিষয় খেয়াল রাখলে ঝামেলাপূর্ণভাবে কাজ করতে পারবেন
  • কোন অবস্থাতেই একাধিক একাউন্ট তৈরি করার উচিৎ নয়। একজন ব্যবহারকারী একাধিক একাউন্ট তৈরি করলে তার সবগুলো একাউন্ট বন্ধ করে দেয়া হয়।
  • কাজ না বুঝে কখনও কাজ জমা দিবেন না। প্রতিটি কাজের শেষে ক্লায়েন্ট আপনার কাজ পছন্দ হলে “Satisfied” দিবে, অথবা অপছন্দ হলে “Not Satisfied” রেটিং দিবে।
  • কাজের প্রমাণ হিসেবে কখনও ভূয়া তথ্য প্রদান করবেন না
অর্থ উত্তোলন:
  • শুধুমাত্র “Accepted Proof” রেটিং পেলেই সেই কাজের টাকা আপনার একাউন্টের ব্যালেন্সের সাথে যুক্ত হবে।
  • 2 টি পেমেন্ট পদ্ধতির (Alertpay/Paypal) যে কোনটিতে টাকা তুলতে একটি নির্দিষ্ট পরিমাণ ফি দিতে হয়।
There are 2 options to withdraw:
1. $2 ($0.10 per dollar withdraw fees)
2. $10 (no withdraw fees required)
  • একাউন্টের ব্যালেন্স Minimum $2 টাকা তুলতে পারবেন।

Additional Features: Earn from Minuteworker’s Forum (Limited Offer)
আর অবশ্যই অবশ্যই অবশ্যই এখানকার Forumএ জইন করবেন, কারন এখানে Forum এ আপনি কিছু পোস্ট করলেও $০.০১ করে পাবেন এবং $২ হলে একই ভাবে ওয়িথড্র করতে পারবেন।
Minute Workers Forum Referral Competition
We are offering cash prizes to the top 10 users who refer the most new members to the
Forum, here are the competition details:
Competition End: 31st March (1 Month Competition)
Prize Money: Will be sent to the winners forum earnings
Timeleft until competition ends:
13 Days, 02 Hours, 55 Minutes, 21 Seconds.
Forum Refferal Competition আর বেশী দিন নেই। সবচেয়ে বেশী যার Forum Refferal থাকবে সে $২৫ পাবে & এভাবে ১০ জন কে Reward $$ দেওয়া হবে। এখন আর দেরি না করে, তারাতাড়ি আখন ই এ জইন করুন।

For Join Forum click here:
www.minuteworkers.com/forum/member.php?action=register&referrer=2134
উপরের লিঙ্ক তা কাজ না করলে, প্লিজ লিঙ্ক কপি করে আড্রেস বার এ পেস্ট করুন।

পোষ্টটি লিখেছেন টিজে -তাপস

সোমবার, ২৬ ডিসেম্বর, ২০১১

নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা

জন্মলগ্ন থেকে তিনি ছিলেন রুগ্ন প্রকৃতির এক বালক। অথচ স্কুলে দুষ্টমিতে সেরা ছিলেন। কিন্তু তা সত্ত্বেও শিক্ষকগণ মুগ্ধ ছিল তাঁর অসাধারণ জ্ঞান-প্রতিভায়। অসাধারণ মেধাবী সেই বিজ্ঞানী হচ্ছেন স্যার আইজাক নিউটন। তিনি ছিলেন একাধারে পদার্থবিজ্ঞানী, গণিতবিদ, জ্যোতির্বিজ্ঞানী, প্রাকৃতিক দার্শনিক, আলকেমিস্ট।
নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা





ঘটনা- ১
একদিনের মজার ঘটনা। ছোট্র নিউটন লক্ষ্য করলেন, স্কুলের অধ্যক্ষের শ্যালক প্রায়ই স্কুলে আসতে দেরি করতেন। চিন্তা করতে করতে হঠাৎ তাঁর মাথায় বুদ্ধি আসলো। সেই মুহূর্তে নিউটন বলে ওঠলেন, স্যার আপনার জন্য একটা ঘড়ি তৈরি করে দিচ্ছি যা দিয়ে ঠিক সময়ে স্কুলে আসতে পারবেন। কিন্তু নিউটন ঘড়িটা তৈরি করলেন কিভাবে? তিনি যে ঘড়িটা তৈরি করলেন সেই ঘড়ির উপরে থাকতো পানির পাত্র। প্রতিদিন নির্দিষ্ট ফোঁটা ফোঁটা পানি ঘড়ির কাঁটার উপরে পড়ত। এর ফলে ঘড়ির কাঁটা আপন গতিতে এগিয়ে চলতো সামনের দিকে। এভাবে সময় গণনা করা হতো। কেমন, মজার না!

ঘটনা-  ২

এক রাতের ঘটনা। নিউটন বন্ধুকে সেই রাতে দাওয়াত করেছিলেন। অথচ তিনি একদম ভুলে গিয়েছিলেন। গণিতের এক জটিল সমস্যা সমাধানে তিনি গভীর মগ্নতায় ডুবে ছিলেন। বন্ধুটি যথাসময়ে এসে তা লক্ষ্য করলেন। ফলে চুপচাপ বসে রইলেন তাঁর অপেক্ষায়। বেশ কিছুক্ষণ পর খাবার এলো। শুধু একজনের খাবার। বন্ধুটি মনে করলেন, তার জন্যই এ খাবার আনা হয়েছে। বন্ধুটি নিউটনকে বিরক্ত না করে চুপচাপ খাবার খেয়ে ফেললেন। এর কিছুক্ষণ পর গণিতের সমাধান শেষ করে বন্ধুর দিকে তাকিয়ে তো রীতিমত অবাক। এবার তাঁর খেয়াল হলো, বন্ধুকে দাওয়াত করার কথা ভুলেই গিয়েছিলেন। খাবারবিহীন প্লেটের দিকে নজর পড়তেই বন্ধুকে বললেন, ‘ভাগ্যিস তুমি এসেছো। নইলে তো বুঝতেই পারতাম না যে আমি এখনো খাইনি’। এই ছিলো আত্মভোলা নিউটনের মজার কান্ড।
 ঘটনা-৩

বিজ্ঞানী ও সাধকগণ কখনো কখনো এমন আত্মমগ্নতায় বিভোর হন যেনো সবকিছুই ভুলে যান সেই সাধনার মুহূর্তে। এমনিভাবে নিউটন কোন নতুন বৈজ্ঞানিক ভাবনায় ডুবে থাকতেন। আরও একদিনের ঘটনা। একজন লোক তাঁর বাড়িতে এসে একটা প্রিজম (তিনকোণা কাঁচ) দেখিয়ে জিজ্ঞেস করলেন, এর দাম কত হতে পারে। সেই ব্যক্তি নিউটনের কাছে এই প্রিজমটি বিক্রির জন্যই এসেছিল। এ সময় নিউটন প্রিজমের বৈজ্ঞানিক গুরুত্বের কথা বিবেচনা করে বললেন, এর প্রকৃত মূল্য নির্ণয় করা তাঁর সাধ্যের বাইরে। ফলে লোকটি বেশি দাম চাইল। নিউটন সেই দামেই প্রিজমটি কিনে ফেললেন। তোমরা জেনে অবাক হবে, পরবর্তীকালে এই প্রিজম থেকে তিনি উদ্ভাবন করেন বর্ণতত্ত্ব (The theory of color)|

বিজ্ঞানীর সংক্ষিপ্ত প্রোফাইল
এসো এবার আমাদের এই আত্মভোলা বিজ্ঞানীর সংক্ষিপ্ত প্রোফাইল জেনে নিইঃ
নাম- স্যার আইজাক নিউটন।
জন্ম- ৪ জানুয়ারী, ১৬৪৩ এবং মৃত্যু- ৩১ মার্চ, ১৭২৭।
বাসস্থান- ইংল্যান্ড, জাতীয়তা-ইংরেজ।
শিক্ষা প্রতিষ্ঠান- ট্রিনিটি কলেজ, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়।
মূলত নিউটনের আগ্রহ ছিল গণিত ও বলবিজ্ঞানের উপর। ট্রিনিটি কলেজে তিনি কেপলারের আলোকবিজ্ঞান বিষয়ক সূত্রের উপর অধ্যায়ন করেন। এরপর তিনি ইউক্লিডের জ্যামিতির প্রতি পড়াশুনায় অধিক মনোযোগ দেন। স্নাতক শিক্ষা গ্রহণকালে নিউটনের কিছু নিবন্ধের অনুসন্ধান পাওয়া যায়। ১৬৬৫ সালে স্নাতক ডিগ্রি লাভের সময়ে নিউটন তার বিখ্যাত দ্বিপদী উপপাদ্য বিষয়ক সূত্র প্রমাণ করেন। ঠিক একই সময়ে ফ্লাকসিয়নের পদ্ধতি আবিষ্কার বিষয়ক প্রথম তত্ত্ব প্রদান করেন। লিংকনশায়ারে নিউটন গবেষণা চালিয়ে যেতে থাকেন। এখানে এসে রসায়ন এবং আলোকবিজ্ঞান বিষয়ের উপর বিভিন্ন পরীক্ষা কার্যক্রম অব্যাহত রাখেন। একই সাথে চালিয়ে যেতে থাকেন তাঁর গণিত বিষয়ক অধ্যায়ন। ১৯৬৬ সালে নিউটন তাঁর মহাকর্ষ তত্ত্ব আবিষ্কারের সূচনা করেছিলেন।
১৬৪৭ সালে Philosophiac Naturalis pricipia Mathmatica প্রকাশিত হয়। এই বইয়ের প্রথম খণ্ডে নিউটন গতিসূত্র সন্বন্ধে আলোচনা করেছেন। তিনটি গতিসূত্র হল, i) প্রত্যেকটি বস্তু চিরকাল সরলরেখা অবলম্বন করে সমবেগে চলতে থাকে। ii) বস্তুর ওপর প্রযুক্ত বল বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের সমানুপাতিক এবং বল যেদিকে ক্রিয়া করে, ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। iii) প্রত্যেকটি ক্রিয়ার সমান বিপরীত প্রতিক্রিয়া আছে।
দ্বিতীয় খণ্ডে নিউটন গ্যাস ও ফ্লুইড বস্তুর গতির কথা আলোচনা করেছেন। গ্যাসকে কতকগুলো স্থিতিস্থাপক অণুর সমষ্টি ধরে নিয়ে তিনি বয়েলের সূত্র প্রমাণ করেন। গ্যাসের উপর চাপের প্রভাব বিশ্লেষণ করতে গিয়ে পরোক্ষভাবে শব্দ তরঙ্গের গতিবেগও নির্ধারণ করেন।
তৃতীয় খণ্ডে মাধ্যাকর্ষণ তত্ত্ব সন্বন্ধে খুঁটিনাটি বিষদভাবে আলোচনা করেন। তিনি উপলব্ধি করেছিলেন মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবেই সূর্যকে কেন্দ্র করে গ্রহগুলো ঘুরছে। তেমনি পৃথিবীকে কেন্দ্র করে চাঁদ ঘুরছে।
১৬৭১ সালে তিনি লন্ডনের রয়াল সোসাইটির সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৬৭২ সালে তাঁর প্রথম বিজ্ঞান বিষয়ক গ্রন্থ ‘আলোক বিজ্ঞান’ প্রকাশিত হয়। ১৬৮৪-১৬৮৬ সালে তিনি লেখেন তাঁর বিখ্যাত গ্রন্থ ‘প্রিন্সপিয়া’। ১৬৮৯ সালে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের পার্লামেন্ট সদস্য হিসেবে নির্বাচিত হন। ১৬৯৬ সালে তিনি সরকারি টাকশালের ওয়ার্ডেন এবং পরে প্রধান পদ লাভ করেন। ১৭০৩ সালে নিউটন পেলেন এক অভূতপূর্ব সম্মান। তিনি রয়াল সোসাইটির সভাপতি। আমৃত্যু তিনি এই পদে অধিষ্ঠিত ছিলেন।

নিউটন সম্পর্কে আর জানতে এখানে ক্লিক করুন 

রবিবার, ৪ ডিসেম্বর, ২০১১

ফেসবুক চ্যাট এর সম্পূর্ণ ইমট কমান্ড

ফেসবুক চ্যাট এর সময় ইমট এর ব্যবহার এর দরকার হয় । ফেসবুক এর নিজের ইমট আছে । এই ইমট কমান্ড জানলে চ্যাট ইমট দিয়া সহজ হই । নিচে ফেসবুক এর ইমট কমান্ড তালিকা দিয়া হল আপনার জানা অজানা কিছু ইমট কমান্ড অ থাকতে পারে । ভাল লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মন্তব্য জানান আপনার


Add caption

smile
:-) :) :] =)
undefined frown
:-( :( :[ =(
tongue
:-P :P :-p :p =P
undefined grin
:-D :D =D
gasp
:-O :O :-o :o
wink
;-) ;)
glasses
8-) 8) B-) B)
sunglasses
8-| 8| B-| B|
grumpy
>:( >:-(
unsure
:/ :-/ :\ :-\
cry
:'(
devil
3:) 3:-)
angel
O:) O:-)
undefined kiss
:-* :*
heart
<3
kiki
^_^
squint
-_-
confused
 o.O O.o
 
 
 
 
 
upset
>:O >:-O >:o >:-o
pacman
:v
curly lips
:3
robot
:|]
Chris Putnam
:putnam:
Shark
(^^^)
Penguin
<(")
42
:42:

পরাশুনা নিয়ে মজার কবিতা (funny study poem)

পরাশুনা নিয়ে মজার কবিতা (funny study poem)
আমাকে আমার মত পড়তে দাও
আমি পড়াকে নিজের মত কমিয়ে নিয়েছি ,
যেটা পড়িনি পড়িনি সেটা না পড়াই থাক
সব পড়তে কষ্ট ভীষণ ।
বইয়েতে আছে জটিল চ্যাপটার যতো
তারা হচ্ছে জটিলতর নিজের মতো ,
কখনও সময় পেলে একটু ভেব
পড়াশুনা করে কী হয় ?!
কোচিং এর ভীরে আমি চাইনা যেতে
বই খাতা ছড়িয়ে থাকুক টেবিলটাতে

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

কিছু মজার তথ্য ঘুম নিয়ে (funny sleeping styel)

কিছু মজার তথ্য ঘুম নিয়ে

বন্ধুরা এবারে কিছু মজার তথ্য ঘুম নিয়ে।

কে কিভাবে ঘুমায় তা কিন্তু আমাদের জানাতে পারে তার ব্যাক্তিত্ব কেমন। তবে ভুল বুঝবেন না, এটাই ব্যাক্তিত্ব যাচাইয়ের একমাত্র উপায় নয়!

ফেটাল পজিশন - ফেটুসের মত হাত পা গুটিয়ে যারা ঘুমান, তারা সাধারনত বাইরে কঠোর প্রকৃতির ভাব দেখান কিন্তু ভেতরে বেশ নরম। পুরুষদের চেয়ে মহিলারা এভাবে ঘুমান বেশি।

লগ পজিশন - একদম সোজা হয়ে ঘুমান এনারা। এরা সাধারনত সামাজিক এবং সহজেই সবার সাথে মিশে যান। তবে অপরিচিতদেরো কিন্তু অনেক সময় বিশ্বাস করে ঠকেন।

ফ্রিফলার পজিশন - উপূড় হয়ে বালিশ ধরে ঘুমিয়ে থাকেন এরা। এরাও অনেক সামাজিক তবে পান থেকে চুন খসলেই খবর আছে!

স্টারফিশ পজিশন - সাধারনভাবে ছাদের দিকে তাকিয়ে বালিশ ধরে ঘুমান। এরা ভালো বন্ধু হয়ে থাকেন।

সোলজার পজিশন - হাত পা সোজা করে, অনেকটা সৈন্যের মত অবস্থায় ঘুমান এনারা। সাধারনত শান্ত প্রকৃতির, নিজের মধ্যে গুটিবদ্ধ থাকেন, এবং উচ্চ আশাবাদী এবং অনেক যাচাই বাছাই করেন।

একটু ও যদি মজা পেয়ে থাকেন লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০১১

অজানা আমাজন অরন্য...





ছোটবেলায় তিন গোয়েন্দার "ভীষণ অরণ্য" বই পড়তে গিয়ে রোমাঞ্চিত হয়েছিলাম। আমাজনের জঙ্গল নিয়ে লেখা বইটি খুব চমৎকার লেগেছিল। তখন থেকেই আগ্রহ ছিল আমাজনের ব্যাপারে। তাই সুযোগ পেয়ে একটা পোষ্ট দিয়ে ফেললাম আমাজনকে নিয়ে।


আমাজন বা আমাজন রেইনফরেস্ট (The Amazon rainforest) এর কথা বলতে গেলেই একটি কথা কয়েকবার বলতে হবে; তা হল-- "পৃথিবীর সবচে বড়..."। যেমনঃ পৃথিবীর সবচে বড় বন এটি, পৃথিবীর সবচে বড় রিভার বেসিন (নদীর অববাহিকা) এই আমাজনে, পৃথিবীর সবচে বড় আয়তনের নদী এই অঞ্চলে.....ইত্যাদি।


আমাজন বন হল আমাজন বেসিনে (আমাজন নদীর অববাহিকায়) অবস্থিত পৃথিবীর সবচে বড় নিরক্ষীয় বন (আয়তন সাড়ে ৫ মিলিয়ন বর্গ কিলোমিটার বা ৩.৪ মিলিয়ন বর্গ মাইল), যা দক্ষিণ আমেরিকা মহাদেশের উত্তরভাগে অবস্থিত ৯টি দেশের অন্তর্ভুক্ত। দেশগুলো হলঃ ব্রাজিল (আমাজনের মোট আয়তনের ৬০% ব্রাজিলে), পেরু (১৩%), বলিভিয়া, ইকুয়েডর, কলম্বিয়া, ভেনিজুয়েলা, সুরিনাম, ফ্রেঞ্চ গায়ানা এবং গায়ানা। দক্ষিণ আমেরিকা মহাদেশের মোট আয়তনের ৪০% এই বনের দখলে। আমাজন বন অত্যন্ত দুর্গম। তবে দ্ক্ষ গাইড সহ নদী পথে ভ্রমন এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিস্ময় দেখার সবচে ভাল উপায়।


ইতিহাস--যেটুকু না জানলেই নয়ঃ
প্রাচিনকাল থেকেই অভিযাত্রীরা আমাজনে যাত্রা করে মূলত স্বর্ণ, রৌপ্য এবং ধন-রত্নের খোঁজে। পর্তুগীজ অভিযাত্রীরা বিশ্বাস করত, বিশাল এ বনের মধ্যেই কোথাও লুকিয়ে আছে "এলডোরাডো" (Eldorado) নামক এক গুপ্ত শহর যা পুরোপুরি সোনার তৈরি। এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রীক পৌরাণিক গল্প থেকে যেখানে বলা হয়েছে যে "এলডোরাডো" নামক সোনায় মোড়ানো শহরটি পাহারা দেয় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা; যাদেরকে গল্পে "আমাজন" নামে অভিহিত করা হয়েছে। পর্তুগীজ, স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগীতায় নামে এই "এলডোরাডো" শহর আবিষ্কারের জন্য। কিন্তু কেউ এই কাল্পনিক শহরের সন্ধান পায়নি। শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই গ্রীক নারী যোদ্ধাদের নাম। তাদের নামানুসারেই এই জঙ্গলের নাম হয় "আমাজন" জঙ্গল।

•|• দেখুন আমাজানের রহস্য এবং এর মেয়ে যোদ্ধাদের ! •|•
•|• দেখুন আমাজানের রহস্য এবং এর মেয়ে যোদ্ধাদের ! •|•

বিশ্বের বৃহত্তম নদী আমাজনের নামকরণের পেছনে আছে এক মজার ইতিহাস ১৫৩৯ সালে ইকুয়েডরের কুইটো (Quito) শহরের একদল স্পেনীয় অভিযাত্রীকে বলা হল বড় নদী ধরে পূর্বদিকের জঙ্গলে কি আছে তা খুঁজে দেখার জন্য এই দলের নেতা ছিলেন ইতিপূর্বে পেরু দখলকারী দশের নেতা বিখ্যাত সেনাপতি ফ্রান্সিসকো পিজারোর ছোট ভাই গঞ্জালো পিজারো (Gonzalo pizarro) গঞ্জালো তাঁর দলবল নিয়ে রওনা দিলেন পূর্বদিকে কিন্তু কিছুদূর যাবার পরই তাঁদের জাহাজের খাবার গেল ফুরিয়ে খাবার যোগাড় করতে না পারলে বিপদ হবে তাই তিনি একটি বড় নৌকায় কয়েকজন লোক তুলে দিয়ে বললেন , যাও তোমরা আশপাশের গ্রাম থেকে কিছু খাবার সংগ্রহ করে আনতে পার কিনা দেখ এই ক্ষুদ্র দলের নেতা ছিলেন ফ্রান্সিসকো ডি ওরেল্লানা (Francisoco-De-orellana ) তার সাথে ছিল প্রায় আরো জনা ৫০ লোক এই দল নিয়ে ওরেল্লানা বের হলেন খাবারের খোঁজে কিন্তু নদীপথ ধরে কিছু দূর যাবার পরই নদীর প্রবল স্রোতে তাদের নৌকা ডিগবাজি খেতে শুরু করল নৌকা নিয়ন্ত্রন হারিয়ে স্রোতের টানে ভেসে চলল ওরা সবাই ভাগ্যের হাতে নিজেদেরকে সঁপে অসহায়ের মতো বসে রইল নৌকায়
কয়েকদিন অনিশ্চিতি এবং উত্‍কণ্ঠার মধ্যদিয়ে কাটার পর অবশেষে তারা উপজাতিদের একটি গ্রামে এস পৌঁছাল সেখানে তারা উপজাতিদের কাছ থেকে প্রচুর খাদ্যশস্য সংগ্রহ করে নিয়ে নৌকার গতি নিয়ন্ত্রণ করে স্রোতের টানে চলতে থাকে

খরস্রোতা নদী নদীর দুপাশে ঘন জঙ্গল একেবার গহীন অরণ্য সেই জঙ্গশ পথে এগুতে গিয়েই সহসা বিপদ ঘটে তাদের আক্রমন করে বসল প্রায় ২০০০(অভিযাত্রীদের ভাষায়) স্থানীয় লোকের একটি দশ তীর , লাঠি আর বর্শা নিয়ে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল কিন্তু এদের কাছে ছিল বন্দুক তীর ধনুক নিয়ে উপজাতি দস্যুরা বেশি সুবিধা করতে পারল না অনেকে মারা পড়ল শেষে যুদ্ধে এঁটে উঠতে না পেরে পালিয়ে গেল দস্যুরা দস্যুদের পরাজিত করে ওরা আবার এগিয়ে যেতে লাগল পূর্বদিকে কিন্তু কিছু দূর যাবার পরই আবার ঘনিয়ে এল আরেক চরম বিপদ

এরা যেতে যেতেআমাজনের গহীনে এমন এক এলাকায় পৌঁছাল ,যে এলাকায় বাস করে একদল মানুষ এবং সব সময় সংরক্ষিত রাখে তাদের এলাকা দূরভাগ্য বসত অভিযাত্রীরা তাদের এলাকায় অনাহূতের মত প্রবেশ করল

ফলে যা হওয়ার তাই হলো এবারও একদল মানুষ তাদের আক্রমণ করে বসল তবে মজার ঘটনা হলো এঁরা ছিল মেয়ে 'দস্যু'(অভিযাত্রীদের ভাষায় ) !! একদল মেয়ে ছোট ছোট ডিঙ্গি নৌকা (ক্যানু -canoe) নিয়ে চারদিক থেকে তাদের বড় নৌকাটিকে ঘিরে ধরল
মেয়ে দস্যুদের প্রত্যেকের মাথায় ছিল বিচিত্র গঠনের খোলা এবং হলুদ রঙ রাঙানো চুল কালো শরীর , কিন্তূ কাদা মাটি মাখা হলুদ রঙের চুল বিচিত্র এবং ভয়ংকর রূপ প্রত্যেকের হাতে ছিল তীর ধনুক কিন্তু মেয়ে দস্যূদের চেহারাই শুধু ভয়ংকর ছিল না তাদের দক্ষতা
এবং সাহসও ছিল প্রচুর তারা চারদিক থেকে ঝাঁকে ঝাঁকে তীর ছুঁড়ে মারতে লাগল ওরেল্লার নৌকা লক্ষ করে
মেয়ে দস্যুদের তীরের আঘাতে ওরেল্লানার দশজন সঙ্গী মারা পড়ল দুর্ঘনার পরই ওরেল্লানা এই ভয়ঙ্কর নদীটির নাম দিলেন আমাজন (AMAZON) স্থানীয় ভাষায় আমাজন শব্দের অর্থ হল →"নারী দস্যুদেয় অভিযান !"

যাহোক এই ক্ষতির পরও ওরেল্লানা প্রায় ৬৪০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে অবশেষে এস পৌঁছালেন আমাজনের মোহনায় তিনি পশ্চিম থেকে রওনা দিয়ে নদীপথ বেয়েই এসে পড়লেন আটলান্টিক মহাসাগরে নদী পথে এটাই হলো প্রথম পশ্চিম থেকে পূর্বে দক্ষিণ আমারিকা পাড়ি দেয়া
তারপর থেকেই ওরেল্লানার দেয়া নামেই এই ভয়ংকর সুন্দর নদীর নাম রাখা হয় আমাজন

পরবর্তীতে কয়েকশো বছর পর আমারিকার ওয়ারর্নার বোস কোম্পানি(WB) আমাজন নারী যোদ্ধা থেকে তৈরি করলো একটি জনপ্রিয় টিভি সিরিজ "WONDER WOMAN" এই চরিত্রটি নিয়ে অনেক মুভি , সিরিজ এবং কার্টুন তৈরি হয়েছে

আমাজন নারী যোদ্ধাদের নিয়েও আছে চমত্‍কার সব ঘটনা অন্য একদিন বলবো সে সব ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন


বনের আবহাওয়া, প্রাণিকুল, বৈচিত্র....
আমাজনকে রেইনফরেস্ট (The Amazon rainforest) বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয়। বরং রেইনফরেস্ট বলা হয় এখানকার অত্যধিক আর্দ্রতা, বৃষ্টিপাত (বর্ষা মৌসুমে) এবং গরম আবহাওয়ার কারনে। প্রচন্ড গরমের কারনে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারন।
এই গরম আবহাওয়া, বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারনে এ বনে উদ্ভিদ ও প্রানিকুলের বৈচিত্রময় সমাহার দেখা যায়। এখানে আছে ১২০ ফুট উঁচু গাছ, ৪০ হাজার প্রজাতির উদ্ভিদ, ২.৫ মিলিয়ন প্রজাতির কীট-পতঙ্গ, ১,২৯৪ প্রজাতির পাখি, ৩৭৮ প্রজাতির সরীসৃপ, ৪২৮ প্রজাতির উভচর এবং ৪২৭ প্রজাতির স্তন্যপায়ী প্রানি সহ হাজারো প্রজাতির অজানা জীব-অনুজীব। এখানকার প্রানিবৈচিত্র অতুলনীয়। মজার বিষয় হল হাজারো রকমের প্রানির সমাহার থাকলেও এখানকার ইকোসিস্টেম অত্যন্ত শক্তিশালী যা মিলিয়ন বছর ধরে টিকে আছে।

স্তন্যপায়ীদের মধ্যে উল্লেখযোগ্য হল জাগুয়ার, গোলাপি ডলফিন (একমাত্র প্রজাতির ডলফিন যা স্বাদু পানিতে বাস করে), তামানডুয়া (Tamandua), তাপির (Tapir), মানাতি (Manatee), ইঁদুর, কাঠবিড়ালি, বাদুড় ইত্যাদি।


জাগুয়ার


গোলাপি ডলফিন


তামানডুয়া (Tamandua)


তাপির


মানাতি (Manatee)

পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল ঈগল (harpy eagle), টুকান (Toucan), হোয়াটজিন (Hoatzin), দ্রুতগামী হামিং বার্ড (Humming Bird) এবং আরো রঙ-বেরঙের অনেক পাখি।



টুকান (Toucan)


হোয়াটজিন (Hoatzin)


হামিং বার্ড


সরীসৃপের মধ্যে আছে বিখ্যাত সাপ বোয়া যা তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলে। তাছাড়া রয়েছে কুমির, অ্যালিগেটর, কচ্ছপ প্রভৃতি।


বোয়া


অ্যানাকোন্ডা


অ্যালিগেটর


উভচর প্রানির মধ্যে লাল চোখ বিশিষ্ট গেছো ব্যাঙের নাম না বললেই নয়--


গেছো ব্যাঙ


মাছের মধ্যে আছে মাংসাশী লাল পিরানহা, বিপদজনক বৈদ্যুতিক মাছ (Electric Eel) এবং স্বাদু পানির অন্যতম বড় মাছ--পিরারুকু (Pirarucu); যার ওজন ১৫০ কেজি পর্যন্ত হতে পারে।


লাল পিরানহা


বৈদ্যুতিক মাছ (Electric Eel)


পিরারুকু (Pirarucu)


এছাড়াও বিভিন্ন প্রজাতির পিঁপড়া, হাতের তালুর সমান বড় তেলাপোকা, রঙ-বেরঙের প্রজাপতি, শুঁয়োপোকা আর জানা অজানা হরেক রকমের পোকা-মাকড়ের বসতি এই আমাজনে।


নীল প্রজাপতি


তবে এ বন শুধু জীবজন্তু আর উদ্ভিদের জন্যই স্বর্গরাজ্য নয় বরং এখানে অনেক মনুষ্য বসতিও আছে। হাজার বছর ধরে এখানে আদি ইনডিয়ানরা বসবাস করে আসছে। বর্তমানে এখানে বসবাসরত ইনডিয়ানের সংখ্য প্রায় ২ লাখ।

বিভিন্ন জীবের পাশাপশি কিছু ক্ষতিকর প্রানিও আছে আমাজনে। তাদের মধ্যে পিরানহা, রক্তচোষা বাদুর, বিষাক্ত ব্যাঙ, বৈদ্যুতিক মাছ, রেবিস, ম্যালেরিয়া, ইয়েলো ফিভার, ডেঙ্গু ফিভারের জীবানু উল্লেখযোগ্য। তাছাড়া জাগুয়ার এবং অ্যানাকোন্ডা-ও অনেক সময় বিপদের কারন হতে পারে।

আমাজন বনের কিছু বিস্ময়কর তথ্যঃ
১। বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই আমাজনে

২। প্রানিকুলের সনাক্তকৃত এক দশমাংশ প্রাণী এই অঞ্চলে বাস করে।

৩। প্রথিবীর সকল পাখির এক পঞ্চমাংশ পাখি এই বনের অধিবাসী।

৪। গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় ৭৫,০০০ ধরনের বৃক্ষ পাওয়া যায়।

৫। বিশ্বের মোট ঔষধের ২৫% কাঁচামাল আসে এ বনের মাত্র ৪০০ প্রজাতির গাছ থেকে।

৬। পেরুর একটি মাত্র গাছে ৪৩ প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে যা সমগ্র গ্রেট ব্রিটেনের চেয়ে বেশি।

আমাজন নদ
আমাজন বেসিনে অবস্থিত এ নদী হল আয়তনের দিক দিয়ে পৃথিবীর সবচে বড় নদী এবং নীল নদের পরে দ্বিতীয় দীর্ঘতম নদী। এর প্রায় ১,১০০টি উপনদী আছে যার মধ্যে ১৭টির দৈর্ঘ্য ১০০০ মাইলের বেশি। এ নদী আমাজন অঞ্চলের প্রানবৈচিত্রের প্রধান উৎস এবং হাজার বছর ধরে গড়ে ওঠা এ জঙ্গলের সুতিকাগার।








এ নদীর কয়েকটি বিস্ময়কর তথ্যঃ
১। এ নদীর আয়তন আমেরিকার সবচে বড় নদী মিসিসিপির আয়তনের ১১ গুন।

২। বর্ষা মৌসুমে এ নদীর মুখ (আটলান্টিকের সাথে যেখানে মিলিত হয়) প্রায় ৩০০ মাইল চওড়া থাকে।

৩। বর্ষা মৌসুমে এ নদীর মোহনা দিয়ে প্রতি সেকেন্ডে ৫,৭৮৭,০৩৭ ঘনফুট পানি আটলান্টিকে নিক্ষিপ্ত হয়।

৪। আমাজন নদী থেকে যে পরিমান পানি প্রতি দিনে আটলান্টিকে প্রবেশ করে তা দিয়ে পুরো নিউইয়র্ক শহরের ৯ বছরের পানির চাহিদা মেটানো সম্ভব।

৫। এ নদীর পানি প্রবাহের গতি এত বেশি যে আটলান্টিকে প্রবেশের পর তা লোনা পানির সাথে মেশার আগেই সমুদ্রের বুকে ১২৫ মাইল দুরত্ব অতিক্রম করে।

৬। প্রতিদিন ১০৬ মিলিয়ন ঘনফুট পলিমাটি আমাজনের পানির সাথে আটলান্টিকে গিয়ে পড়ছে।

৭। পৃথিবীর মোট স্বাদু পানির এক পঞ্চমাংশ স্বাদু পানি আসে আমাজন নদী থেকে।
৮/সারা পৃথিবীতে যে পরিমাণ মিটা পানির মাছ আছে তার শতকরা ৮০ ভাগ মাছই আছে আমাজন নদীতে !

৯/সারা যুক্তরাষ্ট্রে যত শহর আছে তার সব পৌর এলাকায় প্রতিদিন যে পরিমাণ পানি সরবরাহ করা হয় , তার ২০০ গুণ পরিমাণ পানি প্রতিদিন প্রবাহিত হয় আমাজন নদী দিয়ে !

১০/যদি এক গ্লাস জলকে এনলার্জ করা হয় এবং এর সাইজ যদি পৃথিবীর সমান হয় , তবে জলের প্রতিটি অণুর (Molecule ) আকার হবে এক একটি কমলা লেবুর সমান !

১১/পৃথিবীর বৃহত্তম নদী আমাজনের বার্ষিক জল প্রবাহের পরিমাণ গড়ে ৪২০০০০০ কিউসেক । এই প্রবাহ বর্ষার মৌসুমে বেড়ে ৭০০০০০০ কিউসেক পর্যন্ত হয় ! নদীটির গড় গভীরতা ৯০ মিটার (৩০০ ফুট) ।

১২/বিজ্ঞানীরা বলেন , সারা পৃথিবীতে যে পরিমাণ মিষ্টি জল আছে তার শতকরা ২৫ ভাগ আছে আমাজন নদীতে !

১৩/পৃথিবীর বায়ুমন্ডলে যে অক্সিজেন আছে তার শতকরা ৪০ ভাগ অক্সিজেন তৈরি হয় আমাজন নদীর বনাঞ্চলের উদ্ভিদের দ্বারা !

১৪/এই নদীটি এতো বিপুল পরিমাণ জল আটলান্টিকে ঢালে যে মোহনা থেকে সাগরের ভিতর


শেষকথাঃ
আমাজন হল বিশাল এবং জটিল এক জায়গা যেখানে প্রকৃতি তৈরি করেছে অদ্বিতীয় এক ভৌগলিক ও জৈবিক সমন্বয় যা পৃথিবীর অন্য কোথাও অনুপস্থিত। আমাজনের রহস্য এবং ভয় আমাদের একই সাথে জয় করতে হবে এবং সাথে সাথে জিইয়ে রাখতে হবে। নতুবা বিশ্বায়নের এই যুগে আমাজনের রহস্য নিয়ে আমরা হয়ত আর বেশিদিন গর্ব করতে পারব না।
লেখক : ব্লগার জর্জিস

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More