পৃষ্ঠাসমূহ

WordLinx - Get 
Paid To Click

শনিবার, ১৯ নভেম্বর, ২০১১

কিছু মজার তথ্য ঘুম নিয়ে (funny sleeping styel)

কিছু মজার তথ্য ঘুম নিয়ে

বন্ধুরা এবারে কিছু মজার তথ্য ঘুম নিয়ে।

কে কিভাবে ঘুমায় তা কিন্তু আমাদের জানাতে পারে তার ব্যাক্তিত্ব কেমন। তবে ভুল বুঝবেন না, এটাই ব্যাক্তিত্ব যাচাইয়ের একমাত্র উপায় নয়!

ফেটাল পজিশন - ফেটুসের মত হাত পা গুটিয়ে যারা ঘুমান, তারা সাধারনত বাইরে কঠোর প্রকৃতির ভাব দেখান কিন্তু ভেতরে বেশ নরম। পুরুষদের চেয়ে মহিলারা এভাবে ঘুমান বেশি।

লগ পজিশন - একদম সোজা হয়ে ঘুমান এনারা। এরা সাধারনত সামাজিক এবং সহজেই সবার সাথে মিশে যান। তবে অপরিচিতদেরো কিন্তু অনেক সময় বিশ্বাস করে ঠকেন।

ফ্রিফলার পজিশন - উপূড় হয়ে বালিশ ধরে ঘুমিয়ে থাকেন এরা। এরাও অনেক সামাজিক তবে পান থেকে চুন খসলেই খবর আছে!

স্টারফিশ পজিশন - সাধারনভাবে ছাদের দিকে তাকিয়ে বালিশ ধরে ঘুমান। এরা ভালো বন্ধু হয়ে থাকেন।

সোলজার পজিশন - হাত পা সোজা করে, অনেকটা সৈন্যের মত অবস্থায় ঘুমান এনারা। সাধারনত শান্ত প্রকৃতির, নিজের মধ্যে গুটিবদ্ধ থাকেন, এবং উচ্চ আশাবাদী এবং অনেক যাচাই বাছাই করেন।

একটু ও যদি মজা পেয়ে থাকেন লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More