কিছু মজার তথ্য ঘুম নিয়ে |
বন্ধুরা এবারে কিছু মজার তথ্য ঘুম নিয়ে।
কে কিভাবে ঘুমায় তা কিন্তু আমাদের জানাতে পারে তার ব্যাক্তিত্ব কেমন। তবে ভুল বুঝবেন না, এটাই ব্যাক্তিত্ব যাচাইয়ের একমাত্র উপায় নয়!
ফেটাল পজিশন - ফেটুসের মত হাত পা গুটিয়ে যারা ঘুমান, তারা সাধারনত বাইরে কঠোর প্রকৃতির ভাব দেখান কিন্তু ভেতরে বেশ নরম। পুরুষদের চেয়ে মহিলারা এভাবে ঘুমান বেশি।
লগ পজিশন - একদম সোজা হয়ে ঘুমান এনারা। এরা সাধারনত সামাজিক এবং সহজেই সবার সাথে মিশে যান। তবে অপরিচিতদেরো কিন্তু অনেক সময় বিশ্বাস করে ঠকেন।
ফ্রিফলার পজিশন - উপূড় হয়ে বালিশ ধরে ঘুমিয়ে থাকেন এরা। এরাও অনেক সামাজিক তবে পান থেকে চুন খসলেই খবর আছে!
স্টারফিশ পজিশন - সাধারনভাবে ছাদের দিকে তাকিয়ে বালিশ ধরে ঘুমান। এরা ভালো বন্ধু হয়ে থাকেন।
সোলজার পজিশন - হাত পা সোজা করে, অনেকটা সৈন্যের মত অবস্থায় ঘুমান এনারা। সাধারনত শান্ত প্রকৃতির, নিজের মধ্যে গুটিবদ্ধ থাকেন, এবং উচ্চ আশাবাদী এবং অনেক যাচাই বাছাই করেন।
একটু ও যদি মজা পেয়ে থাকেন লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন