পৃষ্ঠাসমূহ

নিউটন এর জীবনে কিছু মজার ঘটনা

নিউটন এর জীবনে ঘটে জাওয়া সকল মজার ঘটনা , নিউটন কে লেখা সকল মজার ঘটনা পাবেন এখানে নিউটন কে জানতে আগ্রহী হয়ে থাকলে এই বিভাগ এর পোস্ট সমুও মিস করবেন না আশা করি

বিলিভ ইট অর নট

বিলিভ ইট অর নট কথা সত্য । মজার মজার সব কিছু জানতে নিয়মিত এই বিভাগ পোস্ট গুলো দেখুন । আশা করি ভাল লাগবে ।

গনিতের মজা

গনিতের মজা নিতে চাইলে এই বিভাগ এর পোস্ট গুলো মিস করবেন না । বন্ধুদের সাথে গনিত নিয়ে মজা করতে চাইলে এই বিভাগ টি নিয়মিত দেখুন । অনেক অজানা কিছু শিখতে পারবেন আশা করি।.

একটু হাসুন

হাসতে কে না ভালবাসে। হাসলে মন প্রান ভাল থাকে । তাই আপনি যাতে মন প্রাণ খুলে হাসতে পারেন সেই জন্য আমার ব্লগ এর এই বিভাগ টি । আপনার জিবনকে গতিময় করে তুল্বে যদি আপনি হাসতে পারেন ।

ভালবাসি তমাই বাংলাদেশ

বাংলাদেশ এর গৌরবময় তত্ত্ব গুলো জানতে এই বিভাগ টি দেখুন । বাংলাদেশ সম্পর্কে অনেক অজানা বিষয় জানতে পারবেন । বাংলাদেশ আমার অহংকার । .

WordLinx - Get 
Paid To Click
বিলিভ ইট অর নট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
বিলিভ ইট অর নট লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৬ জানুয়ারী, ২০১২

বিলিভ ইট ওর নট ।’ কথা সত্য !”-পর্ব ১(belive it or not part 1)

  • আয়নার সামনে গিয়ে জিহ্বা বের করে দেখুন। জিহ্বার রঙ যদি গোলাপি হয় তাহলে বুঝা যাবে জিহ্বায় কোনো জীবাণু নেই। আর যদি সাদা হয়, তাহলে ব্যাকটেরিয়া জমেছে।
  • বিষুবরেখায় যে কোনো জিনিসের ওজন শতকরা এক ভাগ কমে যায়।
  • পাখি জগতে প্যাঁচাই কেবল চোখের উপরের পাতা পিটপিট করে। বাকি সব পাখি পিটপিট করে চোখের নিচের পাতা।
  • মধু খুব দ্রুত হজম হয়। কারণ আগেই একবার মৌমাছিরা হজম করে রাখে।
  • বিপদে পড়লে এসওএস(SOS)(আপদকালীন) সিগন্যাল পাঠানোর নিয়ম আছে। এসওএস ব্যবহারকারী প্রথম জাহাজ হচ্ছে টাইটানিক।
  • “বোলা” স্পাইডার নামের এক ধরনের মাকড়সা আছে, যারা জাল বোনে না। এদের দেখা মেলে আমেরিকা, আফ্রিকা আর অস্ট্রেলিয়ায়।
  • আমরা তো খাবার খেয়েই ভাবি কাজ শেষ। এ খাবার পুরোপুরি হজম করতে পেটের কতক্ষণ সময় লাগে জানেন? প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা।
  • টাইটানিক জাহাজ বানাতে খরচ হয়েছিল সাত মিলিয়ন বা ৭০ লাখ ডলার। অর্থাৎ প্রায় সাড়ে ৫২ কোটি টাকা। আর দুনিয়াজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ‘টাইটানিক’ সিনেমা বানাতে খরচ হয়েছে ২০০ মিলিয়ন ডলার, মানে ১৫০০ কোটি টাকারও বেশি।
  • নীল চোখের মানুষ অন্ধকারে ভালো দেখতে পায়।
  • প্রত্যেক মহাদেশেই রোম নামের শহর আছে, কেবল অ্যান্টার্কটিকা ছাড়া।
  • আমরা যাদের কালো ভালুক বলে চিনি, এরা কিন্তু মোটেও কালো নয়। এদের রং বাদামি, হলুদ, দারুচিনি এবং কখনো কখনো সাদা।

বৃহস্পতিবার, ৫ জানুয়ারী, ২০১২

আজব হলেও সত্যি পর্ব ১ (Ajob Holeo Sotti part-1)


আজব হলেও সত্যি

  • ছেলেদের চেয়ে মেয়েদের ঘ্রাণশক্তি বেশি
  • চাকুমচুকুম করে ললিপপ খাওএই ললিপপ নামটি কোথা থেকে এসেছে জানো? ললিপপ নামের ঘোড়া থেকে

  • গড়ে একেকজন মানুষ সারা জীবনে ২১ কোটি ৬২ লাখেরও বেশিবার পা ফেলে। তাহলে বোঝো পায়ের ওপর কত ধকল যায়।
  • অতীত দেখতে চাও? তাহলে আকাশের তারার দিকে তাকাও। তুমি আকাশের তারা দেখছ মানে অতীতের দিকে তাকিয়ে 
  • সারা জীবনে একজন মানুষ কতক্ষণ বাথরুমে কাটায় জানো? তিন বছর!।
  • ডিম সেদ্ধ তো আমরা অনেকেই খাইমাত্র পাঁচ মিনিটেই ডিম সেদ্ধ হয়ে যায়উটপাখির ডিম সেদ্ধ হতে সময় লাগে ৪০ মিনিট
  • সৌদি আরবে কোনো নদী নেই
  • জলহস্তীর দুধের রং গোলাপি
  • বাতাসের মাধ্যমে সাহারা মরুভূমি থেকে প্রতিদিন প্রায় ৭০ হাজার টন ধুলোবালি পড়ে আটলান্টিক মহাসাগরে
  • জীবন্ত আগ্নেয়গিরির ৯০ ভাগই পানির নিচে
  •     

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More