পৃষ্ঠাসমূহ

WordLinx - Get 
Paid To Click

শনিবার, ৩১ ডিসেম্বর, ২০১১

•|• গিনেসে বাংলাদেশ •|• (Gaines Book Of world Bangladesh)

•|• গিনেসে বাংলাদেশ •|•


গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে অন্যদের মতো নাম লিখিয়েছেন বাংলাদেশের মানুষরাওআমাদের দেশের নাম এ পর্যন্ত গিনেস বুকে উঠেছে বেশ কয়েকবার

*
সবচেয়ে পাতলা জাতি : আমাদের দেশের পুরুষদের গড় ওজন ২০ দশমিক ৫ কেজি আর নারীদের ক্ষেত্রে এটি ২০ দশমিক ৪ কেজিবিএমআই (বডি মাস ইনডেঙ্) সূচকের এই হিসাব অনুযায়ী, আমরাই বিশ্বের সবচেয়ে পাতলা জাতিআরবিশ্বের সবচেয়ে মোটা জাতি হলো দ্বীপদেশ নাউরুর জনগণ
 




* এক দিনের ক্রিকেটে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা : আমাদের দেশে আমাদেরই বিপক্ষে ১৫টি ছক্কা মেরে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ড গড়েছেন অস্ট্রেলীয় ক্রিকেটারশেন ওয়াটসন
*
এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ে : নরেন্দ্র নাথ ও তারামণি নাথের পাঁচ মেয়েকে বিয়ে করেছেন তারাপদ কর্মকার ও রাধা রানী রায়ের পাঁচ ছেলেতাঁদের এই বিয়ের সংখ্যা এক পরিবারের ভাইদের সঙ্গে আরেক পরিবারের বোনদের বিয়ের ক্ষেত্রে বিশ্বরেকর্ড
*
হাত ধোয়ার রেকর্ড : ২০০৯ সালের ১৫ অক্টোবর বিশ্ব হাত ধোয়া দিবসে একসঙ্গে হাত ধুয়ে পরিষ্কার করেছিলেন ৫২ হাজার ৯৭০জন মানুষইউনিসেফ, লাইফবয়, ব্র্যাকসহ সহযোগী সংস্থার উদ্যোগে এ আয়োজনেই একসঙ্গে বিশ্বের সবচেয়ে বেশি মানুষের হাত ধোয়ার বিশ্বরেকর্ড গড়া হয়েছে
*
সর্বাধিক ঘনত্বের দেশ : আমাদেরদেশে প্রতি বর্গকিলোমিটারে বাস করে দুই হাজার ৯১৮ জন মানুষবিশ্বের কোথাও প্রতি বর্গকিলোমিটারে এত বেশি মানুষ বাস করে না
*
সবচেয়ে বড় শিলা : ১৯৮৭ সালে গোপালগঞ্জে এক ভয়ংকর শিলাবৃষ্টি আঘাত হানে, যেখানে সবচেয়ে বড় শিলাটি ছিল এক কেজি ওজনের বিশ্বের কোথাও এত ওজনের শিলাপাত হয়নিসেই বৃষ্টিতে প্রাণ হারিয়েছিল ৯২ জন মানুষ
*
সবচেয়ে বড় মানবশিকল : ২০০৮ সালে বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত এক হাজার ৫০ কিলোমিটার এলাকা হাতে হাত রেখে বিশ্বের সবচেয়ে বড় মানবশিকলের আয়োজন করেছিল
*
সবচেয়ে বড় উপসাগর : বঙ্গোপসাগরের আয়তন ২১ লাখ ৭২ হাজার বর্গকিলোমিটারএটিই বিশ্বের সবচেয়ে বড় উপসাগর
*
মুক্তিপণ আদায় : ১৯৭৭ সালের ২ অক্টোবর জাপান এয়ারলাইননের ডিসি-৮ বিমানটি অপহরণ করে নামানো হয়েছিল ঢাকার তেজগাঁও বিমানবন্দরেবিমানে জিম্মি করা হয়েছিল ৩৮ জনকেছয় মিলিয়ন মার্কিন ডলার এবং দণ্ডপ্রাপ্ত ছয় আসামিকে মুক্তির বিনিময়ে অপহরণকারীরা বন্দি যাত্রীদের মুক্তি দিয়েছিল এটাই মুক্তিপণ আদায়ের সর্বোচ্চ রেকর্ড
*
বিশ্বের সবচেয়ে বড় ব্যাট : বিশ্বের সবচেয়ে বড় ব্যাটটি ১১১ ফুট লম্বা এবং এটি প্রস্থে সাড়ে ১২ ফুট ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ হলের ৬৭ জন ছাত্র বিশ্বকাপ উপলক্ষে বিশ্বের সবচেয়ে বড় এইব্যাটটি বানাতে সময় নিয়েছেন মাত্র ১৫ দিন
*
সুপার গ্র্যান্ড ফাদার : বগুড়ার মোহাম্মদ রজব আলীর নাম গিনেস বুকে সুপার গ্র্যান্ড ফাদার১১৫ বছর বয়সে মারা যাওয়া রজব আলীর নাতি-নাতনীর সংখ্যা পাঁচ শরও বেশি
*
টেবিল টেনিসে বিশ্বরেকর্ড : আমাদের দেশের জোবেরা রহমান লীনুজাতীয় টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপে ১৬ বার জিতে সবচেয়ে বেশিবার চ্যাম্পিয়ন হিসেবে নাম লিখিয়েছেন গিনেস বুকে
*
সবচেয়ে বড় স্ট্যাপলার পিনেরচেইন : খন্দকার শিহাব আহমেদ নামের এক ছাত্র বানিয়েছেন হাতেবানানো বিশ্বের সবচেয়ে বড় স্ট্যাপলার পিনের চেইনএটি ৪২২ফুট ৪ ইঞ্চি লম্বা এবং এখানে ব্যবহার করা পিনের সংখ্যা ২৭ হাজারমজার ব্যাপার হলো, এটি বানাতে শিহাবের খরচ হয়েছে মাত্র ২৭০ টাকা
সূত্র:কালের কণ্ঠ

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More