পৃষ্ঠাসমূহ

WordLinx - Get 
Paid To Click

মঙ্গলবার, ১০ জানুয়ারী, ২০১২

কিভাবে ALERTPAY account খুলবেন তার বিস্তারিত


PTC তে কাজ করার পূর্বে আপনাকে একটি আন্তর্জাতিক একাউন্ট খুলতে হবে টাকা তোলার জন্য আর এই একই একাউন্ট আপনি সবক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। এটি হতে পারে
Paypal/alertpay। তবে জেনে রাখা দরকার যে Paypal বাংলাদেশে এখনো সাপোর্ট করে না। তাই আপনাকে Alertpay তে একটি একাউন্ট খুলতে হবে।
Alertpay তে চেকের মাধ্যমে টাকা তোলার সিস্টেম রয়েছে। তাই এখানে টাকা তুলতে কোন ঝামেলা হয় না বললেই চলে। এবারে আসুন কিভাবে আপনি একাউন্ট খুলবেন।
Alertpay তে একাউন্ট তৈরির প্রক্রিয়া:
 

১. নিচে দেওয়া ALERTPAY banner এ click করুন 


 

২. ALERTPAY এর page open হবে. আপনি personal account খুলবেন.

৩. ALERTPAYএর page এর বাম পাশে দেখবেন Personal Account খোলার link আছে. Open an Account এ click করবেন.

৪. এখানে আপনি Personal Accounts এর দুইরকম Accounts দেখতে পাবেন. আপনি Personal Starter অথবা Personal Pro Account খুলতে পারেন. Personal Starter সম্পূর্ণ free. এতে transaction এর সময় কোন charge কাটবে না. কিন্তু Personal Pro এ transaction এর সময় সামান্য charge কাটবে. তবে Personal Pro Account টি বেশী secure.

৫. তারপার আপনি যেই Account টি খুলতে চান সেটি select করে next এ click করবেন.ঠিক নিচের ছবিটির মতো:
AP1


৬. এর পর blank form টা আপনার information দিয়ে সঠিকভাবে পূরণ করবেন. আপনাদের বুঝানোর জন্য আমরা নিচের form টি পূরন দেখিয়েছি. form টি fillup করার পর next এ click করবেন.


৭. এর পর যে form টি আসবে তাও সঠিকভাবে fillup করবেন. Email Address এ আপনার spam free maill account টি দিবেন. Transaction PIN টি সতর্কতার সাথে দিবেন এবং Transaction PIN টি অবশ্যই মনে রাখবেন, কারন এটি পরবর্তীতে আপনার দরকার হবে. সব fillup এর পর User Agreement এ tick দিয়ে register এ click করবেন.সাহায্যের জন্যে নিচের ছবিটি দেখুনঃ



৮. 
এখন আপনার mail account টি verify করা হবে এবং আপনার ALERTPAY Account টি Validate করা হবে.

৯. আপনি ALERTPAY থেকে একটি mail পাবেন. ওই mail এ আপনার ALERTPAY Account active করার link থাকবে. ঐ link এ click করলে ALERTPAYএর page open হবে, এবং আপনাকে password দিতে বলবে. আপনি password দিয়ে আপনার ALERTPAY Account এ ঢুকবেন.
Note: সবসময় মনে রাখবেন আপনার যে e-mail account টি দিয়ে আপনি ALERTPAY তে sign up করেছেন ঐ email address টি পুরোটায় আপনার ALERTPAY address।যেমন মনে করেন আপনি xxxxx@gmail.com এই এই email address টি দিয়ে আপনি ALERTPAY account খুলেছেন।সুতরাং xxxx@gmail.com এই পুরো email address টাই আপনার ALERTPAY address

১) Personal Starter:
এই ধরনের একাউন্টের একমাত্র বড় সুবিধা হচ্ছে অন্য এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করতে কোন ধরনের ফি দিতে হয় না। তবে এই ধরনের একাউন্টে কেউ ক্রেডিট কার্ডের মাধ্যমে টাকা দিলে তা পাওয়া যায় না। আরেকটি অসুবিধা হচ্ছে মাসে ৪০০ ডলারের বেশি টাকা গ্রহণ করা যায় না এবং সকল পেমেন্টসহ সর্বমোট ২,০০০ ডলারের বেশি অর্থ গ্রহণ করা যাবে না।
২) Personal Pro:
ফ্রিল্যান্সারদের জন্য এই ধরনের একাউন্টে সকল ধরনের সুবিধা পাওয়া যায়। এখানে টাকা গ্রহণে কোন সীমাবদ্ধতা নেই। তবে এক্ষেত্রে অন্য একজন এলার্টপে ব্যবহারকারী থেকে টাকা গ্রহণ করলে ২.৫% + ০.২৫ ডলার ফি দিতে হয়। ক্রেডিট কার্ডের মাধ্যমে কোন ব্যবহারকারী টাকা পাঠালে ফি এর পরিমাণ হয় ৪.৯% + ০.২৫ ডলার। এই ধরনের একাউন্টের একটি বড় সুবিধা হচ্ছে এর ব্যাবহারকারী ইচ্ছে করলে নিজের ওয়েবসাইটে এলার্টপে যুক্ত করে কোন পণ্য বা সার্ভিস বিক্রি করতে পারবে এবং ক্রেতার কাছ থেকে সহজেই টাকা গ্রহণ করতে পারবে।
৩) Business:
এই একাউন্টটির সাহায্যে আপনার নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠানের নামে অনলাইনে অর্থ লেনদেন করতে পারবেন। এখানে একটি একাউন্টের সাহায্যে একাধিক ব্যবসা পরিচালনা করা যায়। এই একাউন্টের আরেকটা সুবিধা হচ্ছে একসাথে একাধিক ব্যাবহারকারীকে টাকা পাঠানো যায়। আর টাকা গ্রহণ করার ক্ষেত্রে Personal Pro একাউন্টের মতই সমপরিমাণ ফি দিতে হয়।

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

Share

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More